মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » ড. হাছান মাহমুদ এমপিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
ড. হাছান মাহমুদ এমপিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৯মি.) আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় তৌফিকুল ইসলাম বাবর নামে দৈনিক সমকালের এক সাংবাদিকের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের হয়েছে। তিনি সমকাল পত্রিকার চট্টগ্রাম অফিসে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। ২ জুলাই রবিবার রাতে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার ও থানা সুত্রে জানা যায়, সম্প্রতি রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় ২২ জুন সমকালে “খুনের মামলার আসামিরা হাছান মাহমুদের ক্যাডার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। এটি সমকালের প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের প্রকাশ করা হয়েছিল। এ সংবাদটি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার বাদী ইকবাল হোসেন চৌধুরী মিল্টন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দৈনিক সমকালে আমাদের নিয়ে ভিত্তিহীন সংবাদ করেছে। এই সংবাদের কোন প্রমাণ নেই। এর ফলে আমাদের সম্মান ক্ষুন্ন হয়েছে বিধায় এর বিচার চেয়ে মামলাটি করেছি। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁঞা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, হাছান মাহমুদ এমপিকে নিয়ে সমকালের প্রিন্ট এবং ইলেট্রনিক্স ভার্সনে আপত্তিকর সংবাদ প্রকাশ করায় তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ ধারায় এই মামলাটি হয়েছে।