মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হালদা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার : অাটক-১
হালদা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার : অাটক-১
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার পর মাছটি রাউজানের কাগতিয়া হাটে বিক্রয় করার জন্য নিয়ে আসেন মাছ শিকারী মো. হোসেন (৪০)। কাগতিয়া হাটে ৬ কেজি ওজনের মৃগেল মাছটি বিক্রয় করার জন্য আনা হলে ৪ জুলাই মঙ্গলবার সকালে পশ্চিম গুজরা ইউনিয়নের মেম্বার সাইফুল ইসলাম রিটন ও উপজেলা পরিষদের কর্মচারী শাহনেওয়াজ হালদা নদী থেকে শিকার করা ৬ কেজি ওজনের মৃগেল মাছ সহ মাছ শিকারী মো. হোসেনকে আটক করে রাউজান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগকে ফোন করে জানায়।
সংবাদ পেয়ে রাউজান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ রাউজান খানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ৬ কেজী ওজনের মৃগেল মাছ সহ মাছ শিকারী মো. হোসেনকে গ্রেফতার করে । রাউজান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় মাছ শিকারী মো. হোসেনের বিরুদ্বে মামলার প্রক্রিয়া চলছে । মাছটি রাউজান উপজেলা মৎস অফিস সংরক্ষন করবে ।
পরবর্তী মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণী বিদ্যা বিভাগে গবেষনার জন্য দেওয়া হবে । হালদা নদী থেকে মাছ শিকারী হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার মৃত ওমদা মিয়ার পুত্র মো. হোসেন জানান গতকাল ৪ জুলাই মঙ্গলবার সকালে রাউজানের কাগতিয়া সুইস গেইট এলাকার হালদা নদী থেকে জাল দিয়ে ৬ কেজি ওজনের মৃগেল মাছটি শিকার করে । মাছটি শিকার করার পর বস্তাভর্তি করে রাউজানের কাগতিয়া হাটে বিক্রয় করতে আনলে স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম রিটনসহ এলাকার লোকজন আটক করে তাকে পুলিশের কাছে সোর্পদ করে।