বুধবার ● ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বাজার পরিচালনা কমিটি নিয়ে পৌরসভা প্রশাসন ও ব্যবসায়ীদের প্রতিক্রিয়া
মাটিরাঙ্গায় বাজার পরিচালনা কমিটি নিয়ে পৌরসভা প্রশাসন ও ব্যবসায়ীদের প্রতিক্রিয়া
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২১ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.২২মি.) মাটিরাঙ্গা বাজার পরিচালনায় কমিটি (বাপক) গঠনের সৃষ্ঠ জটিলতা নিরসনে নির্বাচনের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন সাধারণ ব্যবসায়ীরা।
অনুসন্ধানে জানা গেছে, কে নেতৃত্ব দিবে আর কে নেতৃত্ব দিবে না তার সিদ্ধান্ত নেবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ীরা ( ভোটাররা )। সেবার মানুষিকতা নিয়ে যারা নেতৃত্বে আসতে চান তারা গনতন্ত্র মেনে নির্বাচনের মুখোমুখি হতে বিব্রতবোধ করার কথা নয়। ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে কেউ যদি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বাজার নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকেন তাদের সকল ষড়যন্ত্র নস্বাৎ করে দিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটির গঠন করাই হবে উত্তম পদ্ধতি । কমিটি গঠনে ব্যবসায়ীরা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন ।
আপদকালিন আহবায়ক কমিটি দাতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, যে পুর্ণাঙ্গ মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে তাতে বাজার ব্যবসায়ীদের মতামত প্রতিফলিত হয়নি। বৈধতার ক্ষেত্রে ব্যবসায়ীদের যে স্বাক্ষরলিপি উপস্থাপন করা হয়েছে তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিভিন্ন ব্যবসায়ীদের দাবী তাদের কাছ থেকে নানা কৌশলে স্বাক্ষর নেয়া হয়েছে। এ ছাড়া স্বাক্ষরলিপি পর্যবেক্ষন করলে বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর একাধিকবার ক্রমিক নং হিসেবে দেখিয়ে জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। যা ব্যবসায়ীদের নিকট গ্রহনযোগ্য নয় বয়ং প্রশ্নবিদ্ধ।
এছাড়াও বাজার পরিচালনা কমিটি ভেঙ্গে দেয়ার এখতিয়ার সম্পর্কে তিনি বলেন, স্থানীয় সরকার ( পৌরসভা ) আইন-২০০৯ এর মধ্যে বেসরকারী বাজার নীতিমালা গেজেট এর ৬৭৫৮ নং পৃষ্টার ২২ অনুচ্ছেদের (১) ও (৪) কলামে বলা হয়েছে,পৌরসভা কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স এবং ইহার শর্ত ব্যতীত পৌর এলাকার মধ্যে কোন বেসরকারী বাজার প্রতিষ্ঠা অথবা রক্ষনাবেক্ষন করা যাইবে না। পৌরসভা যদি এই মর্মে সন্তুষ্ট হইয়া থাকে যে, কোন বেসরকারী বাজার জনস্বার্থে বন্ধ করিয়া দেওয়া বা ইহার কর্তৃত্ব পৌরসভা গ্রহন করা উচিত, তাহা হইলে পৌরসভা বাজারটি বন্ধ করিবার নির্দেশ প্রদান করিতে পারিবে অধবা আইন অনুযায়ী বাজারটি অধিগ্রহন করিতে পারিবে