বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে সাজ্জাদ হোসেন বাদল (১৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ৷ এ ঘটনায় রাতেই সবুজ ওরফে সজীব (২২) ও নাঈম (২১) নামে দুই যুবককে আটক করেছে টঙ্গী থানা পুলিশ ৷
১৭ নভেম্বর মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷
বাদল স্থানীয় আউচপাড়া মোক্তারবাড়ি সড়ক এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে ৷
নিহত বাদলের মামা মো. রমজান আলী প্রতিনিধিকে জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি মাদকাসক্ত বাদলকে স্থানীয় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন ৷ পথে সাদ্দাম, জাকির ও নাঈমসহ কয়েকজন তিন-চারটি ককটেল ফাটিয়ে তার কাছ থেকে বাদলকে ছিনিয়ে নেয়৷ এরপর রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে ৷ বাদলকে উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতাল ও পরে উত্তরায় রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয় ৷
তিনি আরও জানান, সপ্তাহখানেক আগে টঙ্গীর দেওড়া এলাকায় সাদ্দামের সঙ্গে বাদলের ঝগড়া হয় ৷ বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসাও করা হয়েছিল ৷
নিহতের মা শামসুন্নাহার বেগম প্রতিনিধিকে জানান, পূর্বশত্রুতার জের ধরে বেলা আড়াইটার দিকে এলাকার কয়েক যুবক বাদলের ওপর হামলা চালায় ৷ এতে তিনি গুরুতর আহত হন ৷ আহত অবস্থায় তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নেওয়া হয় ৷ সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয় ৷
টঙ্গী থানার ডিউটি অফিসার পিএসআই রুকসানা প্রতিনিধিকে জানান, স্বজনরা রাত ৯টার দিকে বাদলের লাশ টঙ্গী থানায় নিয়ে আসেন ৷ মামলার প্রস্তুতি চলছে ৷
এ ব্যাপারে রাতেই বাদলের মা সামসুন্নাহার বাদী হয়ে মামলা দায়ের করেছেন ৷
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, মঙ্গলবার রাতে স্বজনরা উত্তরার একটি হাসপাতাল থেকে লাশ টঙ্গী থানায় নিয়ে আসেন এবং এ ব্যাপারে রাতেই বাদলের মা সামসুন্নাহার বাদী হয়ে মামলা দায়ের পরে হত্যার অভিযোগে রাত ১১টার দিকে মোক্তারবাড়ি সড়ক এলাকায় অভিযান চালিয়ে সবুজ ও নাঈমকে আটক করা হয় ৷
আপলোড : ১৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৫৮ মিঃ