বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে বোমা হামলার ঘটনায় ১১ জেএমবি সদস্য’র নামের দায়ের করা মামলায় ৩জনের সাক্ষ্যগ্রহণ
খাগড়াছড়িতে বোমা হামলার ঘটনায় ১১ জেএমবি সদস্য’র নামের দায়ের করা মামলায় ৩জনের সাক্ষ্যগ্রহণ
মো.মাইনউদ্দিন ,খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মি.) খাগড়াছড়ি সহ এক যুগ আগে সারদেশে এক সাথে বোমা হামলার ঘটনায় খাগড়াছড়িতে ১১ জেএমবি সদস্যর নামের দায়ের করা মামলায় ১২ জুলাই বুধবার সকালে জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্যের আদালতে তিনজনের সাক্ষ্যগ্রহণ দেন। তারা হলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী প্রবতি চাকমা, আদালত এলাকার দোকানদার নূরুল আলম ও আবদুল জব্বার।
আদালতের পিপি বিধান কানুনগো জানান, কঠোর নিরাপত্তা দিয়ে এই মামলায় আট আসামীদেকে আদালতে তোলা হয় । আদালতে তিনজন সাক্ষ্যগ্রহণ দিয়েছে। আগামী ৯ অগাস্ট এ মামলার পরবর্তী শুনানী তারিখ ঠিক করে দিয়েছে আদালত। মামলায় আট আসামি আটক রয়েছেন বলেও তিনি জানান।
তারা হলেন ,জেএমবির সাবেক চট্টগ্রাম বিভাগীর প্রধান আরিফুল ইসলাম, সদস্য শহিদুল ইসলাম, রুহুল আমিন, মঞ্জুর মিয়া, রুহুল আমিন সুফি, ফারুক মিয়া, ইসমাইল হোসেন জমারদার ও রুহুল আমিন। জামিনে রয়েছেন - এমদাদ মাস্টার, হাসান মাহমুদ ও আবদুল করিম।
গত ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জেএমবি সদস্যরা। এর অংশ হিসেবে এসব জেলার ৬৩৪টি স্থানে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে তারা।
পিপি কানুনগো জানান , এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের কাছে, শাপলা চত্বর মুক্ত মঞ্চের কাছে, জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলা ও আধুনিক সদর হাসপাতালের কাছে সিরিজ বোমা হামলা করা হয়েছে । খাগড়াছড়ির এ ঘটনায় মামলায় পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান এই আইনজীবী।