শুক্রবার ● ১৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে পুকুরে বিষ প্রযোগে ৫লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
গাবতলীতে পুকুরে বিষ প্রযোগে ৫লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
বগুড়া প্রতিনিধি ::(৩০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.৪০মি.) বগুড়ার গাবতলী কাগইলের বেলতলায় পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রযোগে প্রায় ৫লক্ষাধিক টাকার পোনা মাছ মেরে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২ জুলাই বুধবার দিবাগত রাঁতে কাগইলের বেলতলা গ্রামের পলাশ রায়ের পুকুরে।
জানা যায়, কাগইলের বেলতলা গ্রামের মৃত পরেশ চন্দ্র কবিরাজের পুত্র পলাশ চন্দ্র রায় প্রায় ৬বিঘা জমিতে মাছ চাষে জীবিকা নির্বাহ করে আসছিল। ঐদিন রাঁতে কে বা কাহারা পূর্ব শত্রুতার জের ধরে পলাশের পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) দেয়। এরপর ভোর সকালে পুকুরে বিভিন্ন প্রজাতির সমস্ত পোনা মাছ মারা গিয়ে পানির উপরে ভেসে উঠে। এতে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে উক্ত পুকুরের জমিতে অত্রিম, মনো, প্রকাশ ও সুকুমারের অংশ রয়েছে। ক্ষতিগ্রস্থ মাছ চাষী পলাশ রায় জানান, আমার সঙ্গে প্রতিপক্ষ সুকুমারের দীর্ঘদিন যাবত জমিজমার বিবাদ চলে আসছে।