শুক্রবার ● ২১ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ার নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতন সনাতনী শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধের আবাসস্থল
রাঙ্গুনিয়ার নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতন সনাতনী শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধের আবাসস্থল
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৬ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের চৌধুরী পাড়া সার্বজনীন সনাতনী মন্দিরে গড়ে উঠা নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনে সনাতনী ধর্মাবলম্বীদের প্রতি সপ্তাহে শুক্রবার সকালে ছোট ছোট সনাতনী শিশুদেরকে গীতা শেখানো হয়। এই মন্দিরে বিগত কয়েক বছর অাগে গীতা শিক্ষা স্কুল খোলা হয়েছে। দুর দুরান্ত থেকে সনাতনী শিশুরা এগিয়ে অাসে গীতার মাহাত্ম্যকে জানার জন্য। তারা গীতা শিক্ষা অর্জন করে সনাতন ধর্মকে সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে নিতে প্রস্তুত। নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনের শিক্ষকের দায়িত্বে অাছেন সমিত্র বসাক। তিনি জঙ্গল পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর দায়িত্বে কর্মরত অাছেন। শিক্ষক সমিত্র বসাক বলেন নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতন যখন থেকে শুরু হয় তখন থেকেই অামি গীতা পাঠদান করিয়ে যাচ্ছি সনাতনী শিশুদের। এই মন্দিরে প্রতি বছর দুর্গাপূজায় গীতা প্রতিযোগীতা ও নৃত্যসহ সনাতনী ধর্মীয় গানের অনুষ্ঠান করা হয় নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনের সভাপতির দায়িত্ব পালনে অাছেন যীশু কান্তি চৌধুরী তিনি একজন উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান গীতা সনাতনী ধর্মের মানুষকে জাগ্রত করে তুলেন প্রতিটি সনাতনী মানুষের উচিত গীতা শিক্ষায় উদ্ভুদ্ধ হয়ে নিজের ছেলেমেয়েকে সুষ্ঠু সনাতন ধর্মকে জ্ঞানলাভে লাভবান করাতে হলে নিকটস্থ গীতা শিক্ষা নিকেতনে পাঠানো অত্যান্ত জরুরী। গীতায় ১৮টি অধ্যায়ে রয়েছে গুরুত্বপূর্ণ সনাতনী ধর্মের কথা। নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনের সার্বিক দায়িত্ব পালনে থাকা ইমন চৌধুরী ২১ জুলায় শুক্রবার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনে অাগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে গীতা শিক্ষার প্রসার সনাতনীদের এগিয়ে যেতে হলে গীতা শিক্ষায় প্রকৃত জ্ঞান লাভ করতে হবে এবং সবাইকে গীতা শিক্ষায় উদ্ভুদ্ধ হতে হবে। বাংলাদেশ সনাতনী গীতা বাগীশিক সাধারণ সম্পাদক মিটুন চৌধুরী জানান চৌধুরী পাড়ায় নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনে অাজকে সনাতনী গীতা শিক্ষায় ছাত্রছাত্রী ৫০জনের অধিক হওয়ায় নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সনাতনী শিশু ছাত্রছাত্রীদেরকে ১০গীতা ও ১৫টি উপসনা বই বিতরণ করা হয়েছে ।