সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দেশের বিভিন্ন স্থানে মৎস্য সপ্তাহ সমাপনি
দেশের বিভিন্ন স্থানে মৎস্য সপ্তাহ সমাপনি
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫০মি.) কাউখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ (১৮-২৪ জুলাই) উপলক্ষে মুল্যায়ন, পুরুস্কার বিতরন ২৪ জুলাই সোমবার সকাল ১০টায় উপজেলা সদরস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মুল্যায়ন, পুরুস্কার বিতরনের লক্ষে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মঈনুল ইসলাম ও উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার এস এম শাহজান সিরাজ।
এ সময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. ওমর ফারুক, মৎস্য সম্প্রসারণ অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী মৎস্য অফিসার মৃনাল কান্তি চাকমা ও এফ এ (মৎস্য) প্রদীপ কুমার দে প্রমুখ।
এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকা হতে মৎস্য চাষী, গন্যমান্য ব্যাক্তি বর্গ এবং জন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কর্তৃক মৎস্য চাষের উপর বিজয়ী ৩ জনকে পুরুস্কার তুলে দেওয়া হয়।
কাউখালীতে কৃষকদের শাক সব্জি বিষয়ে প্রশিক্ষণ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলায় বসত বাড়িতে নিরাপদ শাক সবজি চাষ বিষয়ক, কৃষকদের জাপান ইন্টার ন্যাশনাল কো- অপারেশন (জাইকা) অর্থায়নে ১ দিনের প্রশিক্ষণ ২৪ জুলাই সোমবার সকাল ১০টায় উপজেলা সদরস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস- চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজান সিরাজ ও জাইকা উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটর ঝিমিৎ চাকমা।
উল্লেখ্য যে, আর্ন্তজাতিক দাতা সংস্থা জাইকার অর্থায়নে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকা হতে মোট ৮০ জন কৃষককে নিরাপদ শাকসব্জি চাষ বিষয়ের উপর ১দিন করে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণটি সার্বিক সহযোগিতা করছেন কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
পার্বতীপুরে সমাপনি অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে ৭দিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার দুপুরে উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নের ইন্দ্রপুরে মাছ চাষীদের নিয়ে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজউল করিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সফল মৎস্য চাষী আঃ ওহাব মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির, পার্বতীপুর হ্যাচারীর খামার ব্যবস্থাপক আব্দুস সালাম, চেয়ারম্যান আনিছুর রহমান, বরেন্দ্র উপসহকারী প্রকৌশলী বাসুদেব দে প্রমূখ। সমাপনী অনুষ্ঠান শেষে মৎস্য অধিদপ্তর পার্বতীপুরের আয়োজনে ইন্দ্রপুর গুচ্ছগ্রামে মাঠ দিবস পালিত হয়।