সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » ঢাকা » শেরে বাংলা স্মৃতি সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
শেরে বাংলা স্মৃতি সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫১মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল-কে মানবকল্যাণে বিশেষ অবদান রাখায় ‘শেরে বাংলা স্মৃতি সম্মাননা পদক- ২০১৭’ প্রদান করা হয়।
বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুলাই বিকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের উপদেষ্টা ও সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে ও বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি লায়ন সালাম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আরপিএল গ্রুপের চেয়ারম্যান মো. নুর উদ্দিন মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কবি সুলতানা রাজিয়া রেজনু খান, বাংলাটিভি৭১.কম এর সহকারি সম্পাদক লায়ন জেবিন সুলতানা কান্তা ও ঢাকা জেলা ছাত্রলীগের সহ সভাপতি মেহেদি হাসান।
উল্লেখ্য যে, লায়ন মো. গনি মিয়া বাবুল তাঁর নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, পাঠাগার, শিশু গণশিক্ষা কেন্দ্র প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি একজন সফল সংগঠক হিসেবে ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন শতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। তিনি এই সম্মাননায় ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।