মঙ্গলবার ● ২৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বৃক্ষ মেলা উদ্বোধন
পানছড়িতে বৃক্ষ মেলা উদ্বোধন
পানছড়ি প্রতিনিধি :: (১০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.৪১মি.) “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ফলদ বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী/২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী নয়ন টু চাকমার পরিচালিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোমিন।
উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মো. আলা উদ্দিন শেখ এর স্বাগত বক্তেব্যের আলোচনা সভা শেষে, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের হাতে ফলদও বনজ চারা তুলে দেন অথিতিবৃন্দ। পরে মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
এছাড়াও আলোচনা পূর্ব একটি র্যালী উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।