সোমবার ● ৩১ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের ৬৭ কোটি ৬০লাখ টাকার বাজেট ঘোষনা
বান্দরবান জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের ৬৭ কোটি ৬০লাখ টাকার বাজেট ঘোষনা
বান্দরবান প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৬মি.) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ শিক্ষা, পরিবহন ও যোগাযোগ, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ এবং অন্যান্য নির্মাণ ও বস্তগত অবকাঠামো উন্নয়ন খাতকে অগ্রধিকার দিয়ে ২০১৭-২০১৮ অর্থ বছরের ৬৭ কোটি ৬০লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
৩০ জুলাই রবিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, থোয়াই হ্লা মং মারমা, জুয়েল বম, ম্রাসা খিয়াং, ফাতেমা পারুল,কাঞ্চনজয় তনঞ্চগ্যা ও বান্দরবান জেলা পরিষদের অধিনে ন্যস্ত বিভাগের সরকারী কর্মকর্তাগণ প্রমুখ।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান জানান, এই অর্থ বছরের শিক্ষার উন্নয়নে ১২কোটি, ৯৫লাখ, ৮৩ হাজার ৭৪০ টাকা ও পরিবহন ও যোগাযোগ খাতে ৯ কোটি, ৪৬ লাখ, ৯৫ হাজার, ৮১০ টাকা এবং স্বাস্থ্য ও সমাজ কল্যাণ খাতে ৬ কোটি, ৯৭লাখ, ৭৫হাজার, ৮৬০টাকার, অন্যান্য নির্মাণ ও বস্তগত অবকাঠামো উন্নয়ন খাতে ৬ কোটি, ৯৭লাখ, ৭৫হাজার, ৮৬০টাকারসহ ক্ষুদ্র ও কুটির শিল্প, কৃষি ও সেচ, পশু সম্পদ ও মৎস্য, আর্থ সামাজিক নিরাপত্তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিকসহ সকল খাতে মোট ৬৭ কোটি, ৬০লাখ টাকার বাজেট ধরা হয়েছে।
এদিকে বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা উন্নয়নের জন্য উন্নয়ন না করে মানসম্মত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের দাবী জানান।