মঙ্গলবার ● ১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপি কর্মসূচী
শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপি কর্মসূচী
ঢাকা প্রতিনিধি :: (১৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপি বিভিন্ন কর্মসূচী ১ আগস্ট শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে ১ আগস্ট মঙ্গলবার সকাল ৮ টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ৯টায় ঢাকার কলাবাগান থেকে ৩২ ধানমন্ডি পর্যন্ত এক র্যালি এবং র্যালি শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সিনিয়র সহ সভাপতি, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) এম. হারুন অর রশীদ বীর প্রতীক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ইসমত কাদির গামা।
কবি কাজী রোজ এম.পি বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের ও কলঙ্কের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পরবর্তী সময়ে দীর্ঘদিন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ছিল উপেক্ষিত। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতির প্রেরণা ও শক্তির উৎস। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সচেষ্ট থাকার আহ্বান জানান।
লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ বঙ্গবন্ধুর আদর্শ। তিনি বঙ্গবন্ধুর চর্চা বাড়ানোর লক্ষ্যে সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। কিন্তু এ সময়েও বঙ্গবন্ধুর চর্চা যথেষ্ট নয়। তিনি শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার আহ্বান জানান।
দুপুরে ঢাকার তোপখানা রোডস্থ বৈশাখী রেষ্টুরেন্টের ২য় তলায় এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গষেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এড. খান চমন-ই-এলাহী, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ ও সহ সভাপতি মো. হাবিবুর রহমান পাটোয়ারী, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. দুলাল মিয়া, মো. মাসুদ আলম, এস.এম আজাদ হোসেন, সাধারণ সদস্য মো. দেলোয়ার হোসেন, ফরিদা পারভীন সাথী, আমিনুল ইসলাম মজুমদার, হুমায়ুন কবির হিমু, রাজিবুল ইসলাম রাজিব ও শফিক উদ্দিন অপু প্রমুখ।
আলোচনা শেষে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।