বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে যাত্রীবাহী বাস দূর্ঘটনায় শ্রমিক নিহত : আহত- ৫
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস দূর্ঘটনায় শ্রমিক নিহত : আহত- ৫
ঝালকাঠি প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৬মি.) ঝালকাঠিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মজিবর হাওলাদার নামে নসিমন গাড়ির এক যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ২টায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর হাওলাদার (৩৫) দক্ষিণ কিস্তাকাঠি গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে। সে শ্রমিকের কাজ করতো বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে যাত্রীবাহী একটি নসিমন গাড়ি রাজাপুর থেকে তিনজন যাত্রী নিয়ে ঝালকাঠির দিকে যাচ্ছিল। নসিমনটি ছত্রকান্দা এলাকায় আসলে পাথরঘাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী এইচ এম ক্লাসিক নামে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নসিমনের যাত্রী মজিবর হাওলাদার। আহত হয় নসিমন চালক মিজু খানসহ তিনজন। পরে যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। আহত পাঁচজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।