শুক্রবার ● ৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সংসদে আবারও ষোড়শ সংশোধনী বিল পাস হবে : অর্থমন্ত্রী
সংসদে আবারও ষোড়শ সংশোধনী বিল পাস হবে : অর্থমন্ত্রী
সিলেট প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৬মি.) বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে রেখে সংবিধানের ষোড়শ সংশোধনী যতবার আদালতে বাতিল হবে ঠিক ততবার তা সংসদে পাস করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি উচ্চ আদালতে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, সংসদে আবারও ষোড়শ সংশোধনী পাস হবে এবং অনবরতভাবেই এটি করতে থাকবো। দেখি তা কতদূর যায়।
৪ আগষ্ট শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘আমরা বিচারকদের নিয়োগ দেই। কিন্তু জনগণের প্রতিনিধিদের উপর খবরদারি করেন। বিচারকদের এমন আচরণ ঠিক নয়।’
গত ৩ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ সরকারের আপিল খারিজ করে সর্বসম্মতিক্রমে ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত হাইকোর্টের পূর্বের রায় বহাল রাখেন।
এরফলে উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত রইল বলে জানান আইনজীবীরা। এনিয়ে প্রধান বিচারপতি ও সরকারের কর্তাব্যক্তিদের মধ্যে কয়েকদিন ধরেই বাদানুবাদ চলছে।