শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কৃষি » চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের নবীন বরণ
চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের নবীন বরণ
পানছড়ি প্রতিনিধি :: (২১ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫১মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের নবীন বরণ ও আলোচনা সভা ৫ আগষ্ট শনিবার সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে নবীনদের উদ্দ্যেশে মানপত্র পাঠ করেন ২য় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস।
মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক মো. সিরাজুল ইসলামের স্বাগত বক্তব্যের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচঙ্গা, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যেুত্তর চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মানবাধিকার কমিশন পানছড়ি কমিটির চেয়ারম্যান এবং মহাবিদ্যালয় এর পরিচালনা কমিটির সদস্য অনুপ দত্ত চাকমা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ১নং লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা (জলৎকার) ও ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা প্রমূখ।
বাংলা প্রভাষক স্বরনিকা চাকমার পরিচালিত সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষার্থীর অভিভাবক নব কুমার চাকমা।