রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মাদক নিয়ন্ত্রণসহ ভাল কাজে ভূমিকা রাখায় কোতয়ালী থানার বিদায় ওসি রশীদকে সংবর্ধনা
মাদক নিয়ন্ত্রণসহ ভাল কাজে ভূমিকা রাখায় কোতয়ালী থানার বিদায় ওসি রশীদকে সংবর্ধনা
ষ্টাফ রিপোর্টার :: (২২ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৬মি.) রাঙামাটি শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সু-শৃংখল-শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখার পাশাপাশি শহরে মাদক নিয়ন্ত্রণসহ ভাল কাজে বিশেষ ভূমিকা রাখায় রাঙামাটির ক্রীড়া ও সামাজিক সংগঠন সৃষ্টি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশীদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
৬আগস্ট রবিবার সকালে কোতয়ালী থানায় অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদের অফিস কক্ষেই এ সংবর্ধনা প্রদান করা হয়। সৃষ্টি স্পোটিং ক্লাবের পক্ষ থেকে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও পরে তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সংগঠনের নের্তৃবৃন্দরা।
এ সময় ক্লাবের উপদেষ্টা ও রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর, সভাপতি আব্দুল মোমেন, রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সুজা, ক্লাবের উপদেষ্টা মেহেদী আল মাহবুব, ক্লাবের সাধারণ সম্পাদক শাদাত হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদায়ী ওসি রশীদ বলেন, রাঙামাটির ক্রীড়া ও সামাজিক সংগঠন সৃষ্টি স্পোটিং ক্লাব সামাজিক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদকরে হাত থেকে রক্ষা করতে কার্যক্রর ভুমিকা রেখে চলছে। সম্প্রতি রাঙামাটিতে ঘটে যাওয়া প্রাকৃতিক দূর্যোগে এই সংগঠনটি ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এটি সত্যিই প্রসাংসার দাবী রাখে। ভবিষ্যতে এই সংগঠনটি সুস্থ ও সুন্দর সমাজ বির্নিমানে আরো কার্যকর ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।