বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়ায় বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন
ভাঙ্গুড়ায় বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন
ভাঙ্গুড়া(পাবনা)পাবনা প্রতিনিধি:: পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে বিশ লাখ টাকার মাছ মরে গেছে ৷ এগুলোর বেশির ভাগ রুই কাতল-মৃগেল,শোল-গজার,টেংরা,পুঁটি,মেনি বা ভেদা,বাইম প্রভৃতি দেশীয় প্রজাতির মাছ ৷ বৃহস্পতিবার সকালে বিলে অসংখ্য মরা মাছ ভাসতে দেখা যায়৷ বিলের কোথাও কোথাও মাছের সাখে কিছু মৃত বক পাখিও ভাসছে ৷ উপজেলা মত্স্য অফিসার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গত মঙ্গলবার বৃহত্তর রুহুলবিলে এলাকার প্রায় ৫০ হাজার লোক একযোগে মাছ ধরতে নামায় পানি নোংরা হয়ে গেছে ফলে অক্সিজেনের অভাবে মাছ মারা যাচ্ছে ৷ এদিকে মৃত মাছ খেয়ে বক পাখির মৃত্যুর ঘটনায় অভিজ্ঞমহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে ৷ অনেকেরই ধারণা বিলে বিষ প্রয়োগের ফলে এই দূর্ঘটনা ঘটেছে ৷ রুহুলবিল মত্স্যজীবী সমিতির সাধারন সম্পাদক গোলাম হাফিজ জানান বর্তমান বিলে পানির আয়তন ৮০ একর এবং পানির গড় উচ্চতা ৪ফুট ৷ তাই মাছ মরার সঠিক কারণ তাদের কাছেও বোধগম্য নয়৷ জানাগেছে স্থানীয় মত্স্যজীবী সমিতি ও রুহুল বিল অভয়াশ্রম মত্স্যজীবী সমিতির মধ্যে বিলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে ৷ এ কারণে যে কেউ এই ঘৃণ্য কাজটি করতে পারে বলে অনেকেই সন্দেহ করছেন৷ এছাড়া অভয়াশ্রমের নামে গত বছর মা মাছ রক্ষা না করে প্রভাবশালীরা ভক্ষণ করায় অনেকেই ক্ষুব্দ বলে এলাকাবাসী জানিয়েছেন৷ মত্স্য অফিসার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন৷ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আলম বলেন,ঘটনা যাই ঘটুক বড়ই দুঃখজনক ৷ বিষ প্রয়োগের প্রমাণ পাওযা গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ সেই সঙ্গে মাছের অভয়াশ্রম রক্ষার সর্বাত্নক চেষ্টা চালানো হবে বলে জানান ।