বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ক্যামপাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম-২০১৫ সমপন্ন করল হুয়াই টেকনোলজিস
ক্যামপাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম-২০১৫ সমপন্ন করল হুয়াই টেকনোলজিস
ঢাকা প্রতিনিধি:: বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড তাদের বার্ষিক ক্যামপাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম-২০১৫ সফলভাবে সমপন্ন করেছে ৷
এই প্রোগ্রামের মাধ্যমে হুয়াই বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১৫ জন নবীন গ্র্যাজুয়েটদের নির্বাচিত করেছে ৷
ক্যামপাস রিক্রুটমেন্ট প্রোগ্রামের মূল লক্ষ্য হলো স্থানীয় প্রতিভাদের পুর্ববর্তী কোন কাজের অভিজ্ঞতা ছাড়াই হুয়াই-এর সাথে কাজ করার সুযোগ দেওয়া৷ হুয়াই, ২০১৫ সালের ক্যামপাস রিক্রুটমেন্ট প্রোগ্রামের প্রথমে নির্বাচিত প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং সেশন নেয় যা পরিচালনা করেন হুয়াই বাংলাদেশের এইচআর ডিরেক্টর তৌহিদুল হাসান৷ হুয়াই বিশ্বাস করে যে ক্যামপাস রিক্রুটমেন্ট প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা কারিগরী জ্ঞান আদান-প্রদানের সুযোগ পাবেন যা বাংলাদেশের মানুষের জীবন তথ্যপ্রযুক্তির মাধ্যমে উন্নয়নে সাহায্য করবে৷
এই প্রোগ্রামের মাধ্যমে নবীন গ্রাজুয়েটরা একটি বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সাথে কাজ করতে পারবেন৷ বাংলাদেশের তরুণ প্রতিভাদের ক্যারিয়ারের বিকাশে এটি হুয়াই এর সামাজিক দায়বদ্ধতার একটি অংশ৷
হুয়াই বিশ্বের শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি পণ্য এবং সেবাদাতা প্রতিষ্ঠান এবং বিশ্বের ১৭০টিরও বেশী দেশে এটি পণ্য ও সেবা দিয়ে যাচ্ছে ৷ বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ হুয়াই-এর সেবার গন্ডিতে রয়েছে ৷
সামাজিকভাবে দায়বদ্ধ কোমপানী হিসেবে হুয়াই বাংলাদেশে বিগত কয়েক বত্সর যাবত ক্যামপাস রিক্রুটমেন্ট কার্যক্রম চালিয়ে আসছে ৷