রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল ১ স্কুলছাত্রের
নবীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল ১ স্কুলছাত্রের
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪২মি.) ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক চাপায় নাজমুল হাসান হৃদয় নামের ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ আগষ্ট রবিবার সকাল ১০ টার দিকে। এসময় স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত হৃদয় বাহুবল উপজেলার সদর ইউনিয়নের সারংপুর গ্রামের সিরাজ মিয়া’র পুত্র ও স্থানীয় একটি প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, গত কয়েন দিন পূর্বে নিহত হৃদয় তার মায়ের সাথে তার মামার বাড়ি পানিউমদার বড়গাঁও গ্রামের তাজুল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময় তার মায়ের সাথে সকাল ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও বাজারে আসে। এসময় রাস্তা পারাপার হওয়ার সময় সিলেট থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা পাথর বুঝাই ট্রাক শিশু নাজমুল হাসান হৃদয়কে মারাত্মক ভাবে চাপা দেয়। এসময় হৃদয়’র সারা শরীর তেতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এঘটনায় স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শত শত যানবাহন আটকা পড়ে । খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানের সহযোগীতায় উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
গোপলার বাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। ময়নাতদন্তের জন্য নিহত হৃদয়ের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে শিশু নাজমুল হাসান হৃদয়ের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।