সোমবার ● ১৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » আগামী সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
আগামী সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ বাংলার মানুষ আর তার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সারাদেশের মতো খাগড়াছড়িতেও সে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করে অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করেছেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও অর্থনৈতিক উন্নতি হয়। কিন্তু কিছু মানুষ আওয়ামী লীগের সে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন আওয়ামী লীগে যোগদান করেছে বলে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আওয়ামী লীগ ও মহাজোট নিয়ে কট্যক্তি করে এখন আবার আওয়ামী লীগে যোগদানের জন্য উঠে পড়ে লেগেছে।
তিনি ১৩ আগষ্ট রবিবার বিকালে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪২তম সাহাদত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষ্যে খাগড়াছড়ি মুক্তিযৃদ্ধের চেতনা মঞ্চে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, এডভোকেট আশুতোষ চাকমা, আব্দুল জব্বার, মংশেপ্রু চৌধুরী অপু এবং নীগার সুলতানা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা বাসন্তি চাকমা ও জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা।
খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. রইছ উদ্দিনেন সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, মো. সাহাবুদ্দিন মিয়া, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক নুরুল আজম ও জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে একটি বিশাল শোক র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।