বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » কক্সবাজার জামাতের হরতালে জনজীবন স্বাভাবিক ছিল
কক্সবাজার জামাতের হরতালে জনজীবন স্বাভাবিক ছিল
কক্সবাজার প্রতিনিধি :: মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামাত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল রিভিউ খারিজ হয়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় বাংলাদেশ জামাতে ইসলাম ১৯ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল আহবান করেন। হরতালকে কেন্দ্র করে কক্সবাজারে কোন ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। সকাল থেকে দুপুর পর্যন্ত কোন পিকেটারকে রাস্তায় নামতে দেখা যায়নি। যান চলাচল ছিল প্রতিদিনের মত স্বাভাবিক। কক্সবাজার বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাস-সহ সবধরনের বাস নিয়মিত টার্মিনালে আসা-যাওয়া করছে। কক্সবাজার -টেকনাফ রোডের স্পেশাল সার্ভিসের ড্রাইভার মোঃ রফিক বলেন, হরতালে তেমন কোন সাড়া নেই তাই গাড়ি নিয়ে টেকনাফ যাচ্ছি। স্কুল, কলেজ, দোকানপাট, ব্যাংক প্রতিষ্ঠানসহ সবকিছুই স্বাভাবিক ভাবে চলছে। এদিকে হরতালকে প্রতিহত করার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করে মিছিল সমাবেশ করছে আওয়ামীলীগ ও তাদের সহযোগী বিভিন্ন সংঘটন। এ সম্পর্কে জেলা ছাত্রলীগের সভাপতি ইজতিয়াক আহমদ জয় বলেন, যে মুহুর্তে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাছিনা দেশে মানতা বিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করছে সেই মুহুর্তে থেকে বিএনপি, জামাত দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করে আসছে তাই আজ আমরা বিএনপি-জামাতের অযৌক্তিক হরতাল প্রতিহত করার জন্য রাস্তায় নেমেছি।
এদিকে জামাত শিবিরের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আপলোড : ১৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৫৭মিঃ