সোমবার ● ১৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অপহৃত ডা.রেনাইনজোকে মুক্তির দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
অপহৃত ডা.রেনাইনজোকে মুক্তির দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
বান্দরবান প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩৮মি.) রাঙামাটি জেলার রাজস্থলী এলাকার বাসিন্দা ডা. রেনাইনজো তালুকদার আদালত থেকে জামিন পাবার পর পরই রহস্যজনক নিখোঁজ রয়েছেন।
তাঁর স্ত্রী দাবি করেন, উচ্চতর আদালতের নির্দেশে তিনি রাঙামাটির জেলা কারাগার থেকে জামিন পেয়ে বের হওয়ার পর পরই অস্ত্রধারী সাদা পোষাক পরিহিত কিছু লোকের হাতে অপহৃত হয়েছেন।
তিনি গত ৫ জুন জামিন লাভের পর কারাগারের অদুরে খাদ্যগুদাম এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানকারী অস্ত্রধারী সাদা পোষাক পরিহিত লোকজন তাকে ও তার সাথে থাকা স্থানীয় সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে ধরে নিয়ে যায়।
পরদির সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সাতছড়ি এলাকা থেকে উদ্ধার করা হলেও ডা.রেনাইনজো তালুকদারের কোন সন্ধ্যান পাওয়া যায়নি ২মাস পরও । ১৩ আগষ্ট রবিবার সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এসব তথ্য জানান অপহৃত ডা.রেনাইনজো’র পরিবার।
সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ এবং সরকারি বাহিনীর সদস্যরা ২০১৫ সালের ১৪ অক্টোবর রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তেতং পাড়া নামক এলাকা থেকে ড.রেনাইনজোকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিদেশি নাগরিক ও মুদ্রাপাচার এবং সন্ত্রাস দমন আইনে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় দীর্ঘদিন ধরে তিনি সাজাভোগ করেন।
গত ৫জুন উচ্চতর আদালতের নির্দেশে তিনি রাঙামাটি জেলা কারাগার থেকে মুক্তি পাবার পর পরই অপহৃত হন। এ ঘটনায় গত ২২ জুন রাঙামাটি থানায় একটি সাধারণ ডাইরিও রুজু করা হয়েছে। পুলিশ ডা.নোইনজো’র অপহরণ কিংবা ধরে নেয়ার বিষয়ে অবহিত নন বলে জানায়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়- ডা.রেনাইনজো তালুকদারকে অপহরণ বা আটক করা হলে তাকে দ্রুত মুক্তি দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।
অপহৃত ডা.রেনাইনজো’র স্ত্রীসহ ২জন নাবালগ কন্যা অর্থসংকটের কারণে অমানবিক দিনযাপন করেছন।