মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » পুন্যভূমি সিলেটকে আধ্যাত্মিক ভাবে সাজাতে চাই : মেয়র আরিফ
পুন্যভূমি সিলেটকে আধ্যাত্মিক ভাবে সাজাতে চাই : মেয়র আরিফ
হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.০৮মি.) বাংলাদেশ’র আধ্যাত্মিক রাজধানী হিসেবে সিলেট প্রসিদ্ধ। ওলীকুল শিরোমনি প্রখ্যাত সুফী সাধক হযরত শাহজালাল ইয়েমেনী (রহ:) সহ অসংখ্য পীর আউলিয়ার ও সুফী সাধকদের স্মৃুতিধন্য।
পুন্যভূমি সিলেট হাজারো ওলী আউলিয়া আলেম উলামার পদধুলিতে ধন্য। বিখ্যাত আলেম আল্লামা সৈয়দ হোসাইন আহমদ মাদানীসহ আলেম উলামারা সিলেটে দীর্ঘ দিন ইসলাম প্রচার করে গেছেন। তাদের প্রতি আমাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হবে। তিনি বৃহত্তর সিলেটে অনেক মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।
প্রকৃত পক্ষে পীর আউলিয়াদের গুণেই আমাদের এই পুন্যভূমি সিলেটকে মানুষ ভক্তি-শ্রদ্ধা করে। এই আধ্যাত্মিক নগরীর মর্যাদা, সম্মান রক্ষায় আমি আলেম উলামাসহ সকলের সহযোগিতা চাই। সিলেটের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের এগিযে আসা প্রয়োজন।
আমরা আধ্যাত্মিক নগরী সিলেটকে আধ্যাত্মিকভাবে সাজাতে চাই। তারই প্রেক্ষাপটে নগরীর নয়া নয়াসড়কে সিসিকের পক্ষ থেকে নয়া সড়ক মসজিদ পুন:নির্মাণ এবং আওলাদে রাসুল সৈয়দ হোসাইন আহমদ মাদানীর স্মৃতিধন্য সিলেট নগরীর নয়াসড়ক রাস্তার মোড়ে মাদানী তোড়ন র্নিমানের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সিলেট নগরীর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জামেয়া দারুল উলুম সিলেট এর বসুন্ধরা-১, রাযনগর ক্যম্পাসে আল-ফাতাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বাজেট উত্তর সংর্বধনা সভায় সংর্বধিত অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সভার শেষ পর্যায়ে বলেন, আমি আপনাদের মাধ্যমে সিলেটবাসীসহ সিলেটের সর্বস্থরের আলেম উলামাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার জন্য দো’আ করবেন যাতে আমি পবিত্র হজ্জ নিয়মব্রদ্ধ ভাবে সহিহ শুদ্ধ ভাবে পালন করতে পারি।
আল-ফাতাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বাজেট উত্তর সংর্বধনা সভায় জামেয়ার ছাত্র হাফিজ ইব্রাহিম খলীল’র পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের মাধ্যমে সংর্বধনা অনুষ্টান শুরু হয়।
জামেয়া দারুল উলুম সিলেট’র স্বনামধন্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধুরী’র সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষা সচিব মাওলানা এম বেলাল আহমদ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জামিয়া আমিনিয়া মংলিপাড় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জামিয়া নাজাতুল উম্মাহর পরিচালক মাওলানা তোফায়েল আহমদ উসমানী, জামিয়ার সাবেক শিক্ষক, মাওলানা হাসান আহমদ, খালিদ বিন ওয়ালিদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুবকর সিদ্দীক সরকার ।
আল-ফাতাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বাজেট উত্তর উক্ত সংর্বধনা সভায় আরো বক্তব্য রাখেন, জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ, জামেয়ার সহকারী শিক্ষা সচিব হাফিজ মাওঃ খলিলুল্লাহ, আল-ফাতাহ ছাত্র সংসদের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই , হাফিজ মাওঃ সামসুজ্জামান, হাফিজ মাওঃ হাফিজুল ইসলাম লস্কর, মুফতি জুনাইদ আহমদ, মিষ্টভাষী তরুন বক্তা মাওলানা সালমান আহমদ আফতাবী, মাওলানা সদরুল আমিন চৌধুরী, মাস্টার জহিরুল ইসলাম চৌধুরী আলবাব।
সংর্বধনা সভায় আরো উপস্থিত ছিলেন, হাফিজ ইবরাহীম খলিল, হাফিজ ইয়াহইয়া মন্জুর, হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, হাফিজ খলিলুর রহমান, হাফিজ বুরহান উদ্দীন, হাফিজ ফয়সল আহমদ, ইউসুফ আল আজাদ, আমিনুল ইসলাম, জাকারীয়া সারওয়ার প্রমুখ।
আল-ফাতাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বাজেট উত্তর উক্ত সংর্বধনা সভার সমাপ্তি লগ্নে জামেয়া আল-ফাতাহ ছাত্র সংসদ’র পক্ষে মেয়রকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।