বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় মাদকবিরোধী সচেতামূলক আলোচনা সভা
বরগুনায় মাদকবিরোধী সচেতামূলক আলোচনা সভা
বরগুনা প্রতিনিধি :: (৯ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.৩৮মি.) “আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত পরিবার”-এই শ্লোগানকে সামনে রেখে আজ ২৪ আগষ্ট বৃহস্পতিবার বরগুনা সরকারি কলেজ অডিটোরিয়ামে সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় বরগুনার আয়োজনে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাদক বিরোধী এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যুগ্ম সচিব কে,এম,তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রাশাসক মো. নুরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন, প্রফেসর মো. আবদুস ছালামসহ শিক্ষকমন্ডলী,অধ্যয়নরত কলেজ শিক্ষার্থী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলার কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল ও নির্মূল সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাদক বিরোধি এক শপথবাক্য পাঠ করান এবং প্রধান অতিথি বিশেষ অতিথিকে ও বিশেষ অতিথি প্রধান অতিথিকে মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখায় ক্রেস্ট প্রদান করনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।