শুক্রবার ● ২৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে আ’লীগের ২ গ্রুপের দু’দফা সংঘর্ষে গুলিবিদ্ধ -১: আহত-৩৫
গফরগাঁওয়ে আ’লীগের ২ গ্রুপের দু’দফা সংঘর্ষে গুলিবিদ্ধ -১: আহত-৩৫
ময়মনসিংহ অফিস :: (১০ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৩২মি.) ময়মনসিংহে জেলা আ’লীগ কতৃক আয়োজিত কালো পতাকা মিছিলের কর্মসূচীতে যেতে বাধা দেয়ায় স্থানীয় আ’লীগের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নাজিম উদ্দিন (৩৭) নামে এক ব্যাক্তি গলা-হাত-পাঁসহ ৬স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এছাড়াও আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় চরআলগী ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামানকে আটক করেছে পুলিশ।
২৫ আগষ্ট শুক্রবার বেলা ১১টার দিকে গফরগাঁও রেলস্টেশন এলাকায় ও তার আগে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নে বড়ইতলী বাজারে দু’দফা সংঘর্ষের ঘটনাটি ঘটলে এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। পরে গুরুতর আহত গুলিবিদ্ধ নাজিম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা আ’লীগের কালো পতাকা মিছিলে যোগ দিতে সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের বেশ কিছু নেতা-কর্মী গফরগাঁও রেলস্টেশনে আসতে ছিলেন। স্টেশনের কাছাকাছি আসতেই চরআলগী ইউপি চেয়ারম্যান মাছুদুজ্জামান ও তার লোকজন অতর্কিতে তাদের উপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে বলে প্রতিপক্ষ অভিযোগ করে। এতে নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হন। এছাড়াও আরো ১৫ নেতা-কর্মী গুরুতর আহত হন।
উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক চরআলগী ইউপির প্রাক্তন চেয়ারম্যান দুলাল উদ্দিন আকন্দ অভিযোগ করে বলেন, জেলা আ’লীগ আয়োজিত শোক মিছিলে যাওয়ার প্রস্তুতিকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান ওরফে ডলার মাসুদের নেতৃত্বে অতর্কিতে হামলা চালানো হয়। এ সময় আ’লীগ কর্মী নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হন।
এছাড়াও আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে বেলা ১১টার দিকে মহুয়া ট্রেন যোগে ময়মনসিংহ যেতে গফরগাঁও রেলস্টেশনে পৌছালে আবারো হামলা চালায় তারা। সেখানেও ১০ জন আহত হয়।
এ ব্যাপারে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মাহবুবুল আলম বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নাজিম উদ্দিনকে গুলি করার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।