শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ইমাম ও মুয়াজ্জিনগণের ইমাম বাতায়ন প্রশিক্ষণ
গাজীপুরে ইমাম ও মুয়াজ্জিনগণের ইমাম বাতায়ন প্রশিক্ষণ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৮মি.) গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় ইমাম ও মুয়াজ্জিনগণের ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গাজীপুর শহরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার ইয়াসির আরেফিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা ইমাম সমিতির সভাপতি ও গাজীপুর বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম মোঃ আক্তার হোসেন গাজীপুরী, জয়দেবপুর দারুস সালাম (গোরস্থান) ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আবদুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপ-পরিচালক মোঃ মহীউদ্দিন প্রমুখ।
কর্মশালায় গাজীপুর মহানগরের প্রায় ৪শ’ ইমাম ও মুয়াজ্জিনগণ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনগণ যাতে সমাজের উন্নয়নে আরো ভালোভাবে ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে। আমি আশা করব ইমাম ও মুয়াজ্জিমগণ এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব আরো সুন্দরভাবে পালন করতে সক্ষম হবে।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন গাজীপুর কালেক্টর মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন।