রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » জাতীয় কবির মাজারে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শ্রদ্ধা নিবেদন
জাতীয় কবির মাজারে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শ্রদ্ধা নিবেদন
ঢাকা প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.২৯মি.) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ২৭ আগষ্ট সকালে ঢাকাস্থ কবির মাজারে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে কবির মাজার প্রাঙ্গণে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বাংলাদে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, নির্বাহী সদস্য মো. দুলাল মিয়া, আওয়ামীলীগ নেতা এম এ করিম, সংগঠনের সাধারণ সদস্য এস এম ফয়েজ, মো. আমিনুল ইসলাম ও মো. রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙ্গালী জাতির সকল কাজে সাহস ও শক্তি যুগিয়ে আসছেন, তিনি আমাদের সকল কাজের প্রেরণা। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধ ও জাতীয় কবির চেতনা অভিন্ন এবং অবিচ্ছেদ্য। মানুয়ের মানবিক গুনাবলী বিকাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীসহ তরুন সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ ও জাতীয় কবির চেতনায় গড়ে তুলতে হবে।