শিরোনাম:
●   দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি ●   ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন ●   আত্রাইয়ে গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   আত্রাইয়ে হাতুরিতে আহত কৃষি শ্রমীকের মৃত্যু ●   সিলেটে বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী পালন ●   রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষণা ●   রাঙামাটি জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম ভুট্টোর দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার ●   কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ●   কাউখালীতে আজিমুশশান সুন্নী সম্মেলন ●   রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে ●   ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   শিক্ষকদের গবেষণা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে : চুয়েট ভিসি ●   রামগড়ে আড়াই লাখ টাকা জরিমানা : ৫টি ইটভাটা বন্ধ ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ ●   রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা ●   রংধনু ক্লাবের সম্মাননা পেলো সংবাদ কর্মী আকতার হোসেন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ●   গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ●   পার্বতীপুর জামায়াতের মোটরসাইকেল শোডাউন ●   মিরসরাইয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতা খুন : স্থানীয় নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করলো তদন্ত কমিটি ●   অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত ●   চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ●   কাশখালী রশিদিয়া তা’লীমুল কুরআন একাডেমীতে বার্ষিক মাহফিল সম্পন্ন ●   পানছড়িতে সন্ত্রাসীদের দ্বারা ৩জন হামলার শিকার ●   আলীকদমে সড়কে ঝরলো ৩ প্রাণ ●   ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নিয়ম নীতির তোয়াক্কা না করেই সিলেটে বসেছে অবৈধ পশুরহাট
প্রথম পাতা » অপরাধ » নিয়ম নীতির তোয়াক্কা না করেই সিলেটে বসেছে অবৈধ পশুরহাট
রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিয়ম নীতির তোয়াক্কা না করেই সিলেটে বসেছে অবৈধ পশুরহাট

---সিলেট প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৩৩মি.) আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে সিলেট নগরীতে অন্তত ১০টি অবৈধ কোরবানীর পশুর হাট বসেছে।

ইতিমধ্যে এসব স্থানে হাট বসিয়ে গরু বেচা-বিক্রি শুরু হয়েছে। শেষ মুহূর্তে এসে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে চারটি পশুরহাটের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। কিন্তু টেন্ডার আহ্বানের আগেই ওই সব স্থানে হাট বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। এ অবস্থায় পশুর হাট নিয়ে সিলেটে রক্তারক্তিরও সম্ভাবনা রয়েছে।

যারা ইতিমধ্যে হাট দখলে নিয়েছেন তারা ইজারাপ্রাপ্তদের কাছ হাট তুলে দিতে নাও দিতে পারে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এবার শুরু থেকেই বলেছিলেন- সিলেটে কোনো হাট ইজারা দেয়া হবে না।

সিসিক মেয়রের সঙ্গে সুর মিলিয়ে সিলেটের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও একই কথা বলেন।

কিন্তু কয়েক দিনের ব্যবধানে পিছু হটে সিটি করপোরেশন। মেয়র আরিফুল হক চৌধুরী হজে যাওয়ার পরদিন শুক্রবার করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. সামছুল হক পাটোয়ারী চারটি স্থানে অস্থায়ী পশুরহাট বসানোর টেন্ডার আহ্বান করেছেন।

সিলেট নগরীর সুবহানীঘাট, চালিবন্দর, ঝালোপাড়া ও কদমতলী এলাকায় অস্থায়ী পশুরহাট বসানোর টেন্ডার আহ্বান করা হয়। ফলে এ চারটি স্থানে সিটি করপোরেশনের পক্ষ থেকে অস্থায়ী পশুরহাট বসানো হচ্ছে।

এসব এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে- যে চারটি এলাকায় সিটি করপোরেশন অস্থায়ী হাট বসানোর আহ্বান করেছে সেই চারটি স্থানে ইতিমধ্যে পশুর হাট বসানোর প্রস্তুতি চূড়ান্ত করা হয়। হাটে গরু রাখার জন্য গলি করে বাশের খুঁটি বসানো হয়েছে। আর টাকা সংগ্রহের জন্য ‘আসিল’ বসানো হয়েছে। ওই চারটি হাটেই গরু রয়েছে। বেচাবিক্রির জন্য সবকিছু প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন- ওইসব হাট কয়েকদিন আগে থেকেই স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা দখলে নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি’র নেতাদের সংখ্যা বেশি। পাশাপাশি স্থানীয় কাউন্সিলরদের পরোক্ষ মদদ রয়েছে এসব হাটে।

সিলেট নগরীর সুবহানীঘাট ও চালিবন্দর এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতার শেল্টার রয়েছে। গতবারও তারা প্রভাব খাটিয়ে হাট বসিয়েছিলেন।

পরে অবশ্য সিটি করপোরেশন থেকে টেন্ডার আহ্বান করে হাটের বৈধতা দেয়া হয়। এবারের প্রক্রিয়াও একই।

সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন হাটের টেন্ডার আহ্বানের বিষয়টি তার নজরে নেই। তবে- অনেকেই হাটের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছিলেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে এ সম্পর্কে পত্র সিটি করপোরেশনের এসেছিল। তিনি আরো বলেন- মেয়র মহোদয় তো শুরু থেকে জানিয়েছিলেন এবার হাট দেয়া হবে না। শেষ মূহূর্তে হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করে হাট বসানোর অনুমতি দিয়েছেন।

সিলেট সিটি করপোরেশনের সিনিয়র কাউন্সিলর মখলিছুর রহমান কামরান জানান- তিনি হাটের বিষয় নিয়ে মেয়রের সঙ্গে কথ বলেছিলেন। কিন্তু মেয়রের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মিলেনি। বরং মেয়র নিজেই হাটের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু তিনি হজে যাওয়ার পরদিন পত্রিকান্তরে চারটি হাটের টেন্ডার আহ্বান করা রহস্যজনক বলে দাবি করে তিনি। মেয়র এবার হজ্ব থেকে আসার পর এ নিয়ে তারা কথাও বলবেন বলে জানান তিনি।

সিলেটে প্রধান পশুরহাট হচ্ছে কাজীরবাজার হাট। এই হাটের পক্ষ থেকে কয়েকদিন আগে পুলিশ প্রশাসনকে জানিয়ে দেয়া হয়- ‘সিলেটে কিছু হাট ইজারা দেয়া হয়। আর ওইসব হাটে জোরপূর্বক ট্রাক থেকে পশু নামিয়ে দেয়া হয়।’ এ কারণে তাদের পক্ষ থেকে নতুন করে অস্থায়ী হাটের অনুমতি না দেয়ার আহ্বান জানানো হয় সিলেট মহানগর পুলিশের কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ দপ্তরে সভা করে অস্থায়ী পশুরহাটের অনুমতি না দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ পশুরহাট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো উদ্যোগ গ্রহণের কথ জানান। কিন্তু তাদের সে ঘোষণার বাস্তবতা দেখা যাচ্ছে না।

গতকাল পর্যন্ত সিলেট নগরীতে অন্তত ১০টি পশুর হাট বসানো হয়েছে। এসব পশুর হাটে ট্রাক থেকে জোরপূর্বক নামিয়ে দেয়া হচ্ছ গরু। আর বেচাবিক্রিও শুরু হয়েছে। এর মধ্য রয়েছে জালালাবাদ গ্যাস ভবনের সামন, চালিবন্দর, শাহী ঈদগাহের লালটিলা, আম্বরখানা পয়েন্ট, বালুচর, টিলাগড়, আখালিয়াসহ কয়েকটি এলাকায়।

এসব এলাকায় হাট বসলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। পুলিশের এক কর্মকর্তা গতকাল জানান- কোনটি বৈধ আর কোনটি অবৈধ হাট গতকাল পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের সহায়তা চাওয়া হলে তারা সব ধরনের আইনি সহায়ত দেবেন।

সিলেটের প্রধান পশুরহাট কাজীর বাজারের ম্যানেজার সাহাদাত হোসেন লুলন জানিয়েছেন- প্রশাসনের নির্দেশের তোয়াক্কা না করেই সিলেটে প্রতিবছর হাট বসানো হয়। আর এসব হাটে জোরপূর্বক ট্রাক থেকে গরু নামিয়ে নেয় ক্যাডাররা। এবার শুরু থেকে আমরা বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা আশ্বস্ত করেছিলেন। কিন্তু তাদের সেই আশ্বাসের প্রতিফলন এখনো দেখতে পাচ্ছি না। তিনি বলেন- সিলেটের বাইরে থেকে ট্রাকযোগে আসা সব পশুর চালানের গন্তব্য থাকে কাজীরবাজার পশুরহাট। এই ট্রাকগুলো যাতে কেউ পথিমধ্যে না আটকে দেয় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)