বুধবার ● ৩০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সিলেটে ঈদ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা
সিলেটে ঈদ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা
সিলেট প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মি.) সিলেট জেলায় আগামী চার থেকে পাঁচদিন পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে এই বৃষ্টি কোরবানী ঈদ পর্যন্ত থাকবে পারে বলে জানানো হয়েছে।
৩০ আগষ্ট বুধবার ভোর রাত থেকে সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির ফলে নগরীর অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরীর বিভিন্ন কোরবানির পশুর হাটে বৃষ্টি পানির মধ্যে অনেককে দাড়িয়ে থাকতে দেখা গেছে।এদিকে, একই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ারও কথা জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সিলেটে থেমে থেমে মাঝারি বৃষ্টিপাতে নগর-জনজীবন বিপর্যস্ত হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জলাবদ্দতার সৃষ্টি হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় নগরীতে। অতি বৃষ্টির ফলে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ডও।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিএইচটি মিডিয়াকে জানান, ‘সিলেটে আরও চার থেকে পাঁচদিন পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত’র সম্ভবনা রয়েছে।