বুধবার ● ৩০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে জমে উঠেছে পশুর হাট
বিশ্বনাথে জমে উঠেছে পশুর হাট
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৬মি.) সিলেটের বিশ্বনাথে শেষ মূহুর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। ঈদ সামনে বিশ্বনাথ উপজেলার স্থায়ীসহ ১৫ পশুর হাট। পশু কেনা বেচায় সরব হয়ে উঠছেন ক্রেতা বিক্রেতারা। বাজারে আসা অনেক ক্রেতা জানিয়েছেন গত বছরের চেয়ে এবছর গরুর দাম একটু কম।
এদিকে, হাটে কোরবানীর পশু কিনতে ক্রেতারা শুরু করেছেন দৌড়ঝাঁপ। বাজারে পশু ক্রয়-বিক্রয়ের পাশাপাশি ইন্টারনেট ফেইসবুক ও ওয়াটর্সআপে চলছে কেনা বেচা। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে দেশে এসেছেন অনেক প্রবাসীও।
জানা গেছে, উপজেলায় প্রতিটি কোরবারনীর হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক যোগে গরু আসছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারগুলোতে কোরবানীর পশুতে হাটের আনাচে কানাচে পূর্ণ হয়ে যায়। ছোট বড় মাঝারি সব ধরনের গবাদি পশু এসব বাজারে পাওয়া যায়। এর মধ্যে মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি দেখা গেছে। তাই এমন আকারের গরুর দামও তুলনামূলক বেশি। গত এক সপ্তাহে উপজেলার গরুর বাজারে ৩৫ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা মূল্যের গরু দেখা গেছে।
অন্যদিকে, দেশী ছাগল ৮ হাজার থেকে ৩০ হাজার টাকা মূল্যের ছাগল উঠেছিল। উপজেলার মধ্যে বিশ্বনাথ পুরান বাজার, বৈরাগী বাজার ও পীরের বাজারে স্থায়ী পশুর হাট ছিল। এ হাট ছাড়াও উপজেলার ৯টি পয়েন্টে অস্থায়ী পশুর হাট বসছে।
গতকাল বুধবার উপজেলা সদরের পুরান বাজার গরুর হাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতার দৌড়াদৌড়ি। বাজারের ইজারাদার ক্রেতাদের সুবির্ধাদে ইতিমধ্যে সব প্রস্তুতি আগেই সম্পন্ন করে রেখেছেন। বাঁশ দিয়ে সারিবদ্ধভাবে লাইন করা হয়েছে। মানুষ চলাচলের জন্য উভয় সারির মধ্যখানে বেশ জায়গা রাখা হয়েছে। তারপর গাদাগাদি করে চলাচল করছেন গরু কিনতে আসা ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, এবার দেশী গরুর দাম গত বারের চেয়ে একটু দামে বিক্রি হচ্ছে। খাঁশি, বেড়ার দাম গত বছরের চেয়ে এবছর বেশীদামে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী সোনফর আলী, শহিদ মিয়া ও আসিক মিয়া বলেন, এ বছর গরুর দাম কিছু কম আছে। বেশি দাম ক্রয় করার গরু কম দামে বিক্রি করার সুযোগ নেই।
প্রবাসী ইছহাক আলী জানান, তিনি মা-বাবার সঙ্গে ঈদ করতে স্ত্রী সন্তানদের নিয়ে দেশে এসেছেন। কুরবানীর জন্য দেশী গরু ক্রয় করতে তিনি বেশ আগ্রহী। আর তাই কয়েকটি গরু দেখেছেন ও ঐসব গরুর ছবি মোবাইলে তুলে ফেইসবুক ও ওয়াটর্সআপের মাধ্যমে প্রবাসে থাকা অন্যান্য সদস্যদের কাছে দিয়েছেন। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, যে গরুটি সবার কাছে পছন্দ সেটিই তিনি ক্রয় করবেন।