সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে দুর্গাপূজার প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা
রাঙ্গুনিয়াতে দুর্গাপূজার প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা
মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২০ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪ সেপ্টেম্বর সোমবার সরেজমিন করে দেখা গেল দুর্গাপূজার প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।প্রতিমা শিল্পীরা পুরোদমে কাজ করে যাচ্ছেন।
এতে শোভা পাচ্ছে ছোট বড় সব ধরনের প্রতিমা। দুর্গাপূজার প্রতিমা বাঁশ-কাঠ অার কাঁদা মাটি দিয়ে তৈরী করা প্রতিমা একনজর দেখতে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মের ছোট-বড় সকল স্তরের লোকজন। রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় প্রতিমা তৈরীতে ব্যস্ত প্রতিমা শিল্পী রতন,অমিত ও সুদর্শন। দ্রুত প্রতিমার কাজ শেষ হওয়ার জন্য কেউ কেউ মাটি নরম করতে ব্যস্ত অাবার কেউ প্রতিমার মূল অংশ তৈরীতে ব্যস্ত।
অপর দিকে দেখা যায় যে কেউ কাঁদা মাটি দিয়ে শাড়ীর অাচঁল দিচ্ছে। রাঙ্গুনিয়ার প্রতিমা শিল্পীরা পরোদমে কাজ করে যাচ্ছেন যাতে দ্রুত প্রতিমাগুলো ডেলিভারী দিতে পারেন। প্রতিমা শিল্পী অমিত সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান,কম বেশি প্রতিমা তৈরী করছি কিন্তু শহরের তুলনায় গ্রামে কম রেট।