মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » বাংলাদেশে প্রবেশ করেছে ৭৩ হাজার রোহিঙ্গা : জিরো পয়েন্টে কয়েক হাজার রোহিঙ্গা
বাংলাদেশে প্রবেশ করেছে ৭৩ হাজার রোহিঙ্গা : জিরো পয়েন্টে কয়েক হাজার রোহিঙ্গা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: (২১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪২মি.) মিয়ানমারের সহিংসতা ও অভিযানের মুখে ৭৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
কদিন আগে শনিবার ইউএনএইচসিআর জানিয়েছিল বাংলাদেশে প্রবেশকারী রোহিঙ্গাদের সংখ্যা ৬০ হাজারের মতো। ফলে একদিনের ব্যবধানে আরও ১৩ হাজার রোহিঙ্গাকে শনাক্ত করেছে সংস্থাটি।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেডক্রসের কর্মকর্তারা নো-ম্যানস ল্যান্ডের কয়েকটি স্থানে আরও কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
২৫ আগস্ট শুরু হওয়া সর্বশেষ এই সহিংসতায় নিহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। মিয়ানমারে সাম্প্রতিক সেনা অভিযান শুরুর পর থেকে এক সপ্তাহে উত্তর-পশ্চিম রাখাইন রাজ্যে ৪শ জন নিহত হয়েছে বলে ধারণা করছে শরণার্থী বিষয়ক সংস্থা গুলো।
শুক্রবার পর্যন্ত অন্তত ৬০০ রোহিঙ্গাকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী পালিয়ে আসা রোহিঙ্গাদের দাবী। এসময়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অন্তত দেড় লাখ মানুষ। সহিংসতা কবলিত অঞ্চলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় রোহিঙ্গাদের এই দাবির সত্যতা কোনও বার্তা সংস্থা নিশ্চিত করতে পারেনি।.
রাখাইনে রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১১ লাখ। এসব রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে মিয়ানমার। দেশটি তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে আসছে।
২৫ আগস্ট মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর অন্তত ২০টি ফাঁড়িতে একযোগে সমন্বিত হামলা চালায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। এরপর মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাথেংডাংয়ে অভিযানে একদিনেই শতাধিক বেসামরিক নাগরিক হত্যা করার অভিযোগ উঠে। এ সহিংসতা এখনও অব্যাহত হয়েছে।