মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে রোহিঙ্গাদের ত্রাণবাহী গাড়ি দুর্ঘটনায় পতিত : আহত-৭
বান্দরবানে রোহিঙ্গাদের ত্রাণবাহী গাড়ি দুর্ঘটনায় পতিত : আহত-৭
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১২মি.) বান্দরবান-মায়ানমার সীমান্তে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় বান্দরবানের রেইছা এলাকায় একটি গাড়ী খাদে পড়ে চালকসহ ৭জন অাহত হয়েছে। এর মধ্যে ৩জনকে অাশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী চার জনকে বান্দরবান সদর হাসপাতালে ভতি করা হয়েছে। আহতদের মধ্যে আরমান নামের একজনের অবস্থা খুবই গুরুত আহত। প্রতক্ষদর্শীরা সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদককে জানান আজ সকাল ৭.৩০ ঘটিকার সময় বান্দরবান হতে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে একটি প্রতিনিধি দল বান্দরবান সিমান্তে রোহিঙ্গা রিফিউজিদের বিতরনের উদ্যেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি রেইছা এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৭জন আহত হয়।