বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাদক রেখে শত্রুকে ফাঁসাতে গিয়ে গ্রাম পুলিশ নিজেই ফেঁসে গেলেন
মাদক রেখে শত্রুকে ফাঁসাতে গিয়ে গ্রাম পুলিশ নিজেই ফেঁসে গেলেন
ঝালকাঠি প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) পুলিশের বিচক্ষণতায় ঝালকাঠিতে মাদক দিয়ে ধর্ষন মামলার স্বাক্ষীকে ফাঁসতে গিয়ে এক গ্রাম পুলিশ নিজেই ফেসে গিয়ে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে ঝালকাঠি গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার দেলোয়ার হোসেন সরদার (৩৮) সদর উপজেলার নতুল্লাবাদ ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , ৬ মাস পুর্বে গ্রাম পুলিশ দেলোয়ার হোসেন সরদারের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা হয়।সেই মামলায় মুদী দোকানী মো. রফিক হাওলাদার সাক্ষী হওয়ায় তাকে ফাঁসাতে গ্রাম পুলিশ দেলোয়ার ওইদোকানে মাদক রেখে মুদী দোকানী মো. রফিককে ফাঁসাতে চেয়ে ছিলো কিন্তু জেলা পুলিশের বিচক্ষণতায় তা ফাঁস হয়ে যায়।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মামলা সংক্রান্ত শত্রুতার জেরে বাজারের মুদী দোকানী মো. রফিক হাওলাদারের দোকানে দুটি ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা রেখে ঝালকাঠি গোয়েন্দা পুলিশকে খবর দেয় গ্রাম পুলিশ দেলোয়ার। তাৎক্ষনিক ভাবে তদন্ত করে বিষয়টি টের পেয়ে গ্রাম পুলিশকে ডিবির কার্যালয়ে এনে ব্যপক জিজ্ঞাসাবাদ করলে মাদক রেখে ফাঁসানোর বিষয়টি স্বীকার করে সে।
এ ব্যাপারে ঝালকাঠি ডিবির পরিদর্শক কামরুজ্জামান মিয়া জানান, ডিবির এসআই জাকির হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে গ্রাম পুলিশ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।