শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে দুই লঞ্চের চাপায় এক যাত্রী নিহত
পটুয়াখালীতে দুই লঞ্চের চাপায় এক যাত্রী নিহত
পটুয়াখালী প্রতিনিধি :: (২৪ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) ঢাকাগামী যাত্রীবাহী দুই লঞ্চের চাপায় কবির খান নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আশংকা জনক অবস্থায় পটুয়াখালী থেকে বরিশাল নেয়ার পথে বাকেরগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়। আজ শুক্রবার ৮ সেপ্টেম্বর দুপুরের দিকে সুন্দরবন-৭ ও এআর খান লঞ্চের সংঘর্ষের সময় মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয় ওই যাত্রী। বন্দর সংশ্লিষ্ট ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে পটুয়াখালী সদর উপজেলার দুই নং ব্রীজ এলাকার আব্দুর রশিদ খানের পুত্র কবির খান ঢাকা যাওয়ার জন্য বাড়ী থেকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে নোঙর করা সুন্দরবন-৭ লঞ্চে ওঠেন।
এমন সময় পিছন থেকে এআর খান লঞ্চটি ধাক্কা দিলে লঞ্চের পিছনে থাকা কবির চাপা খেয়ে পানিতে পড়ে যায়।
সংবাদ পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হয়। কিন্তু পথিমধ্যে বাকেরগঞ্জ পৌঁছালে কবিরের মৃত্যু হয়। পটুয়াখালী সদর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান ও পটুয়াখালী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনার শিকার হওয়া কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালী নৌবন্দরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, আহত হয়েছে শুনেছি, কিন্তু মারা গেছে এটি এখনও আমরা জানিনা।