শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে রেড ক্রিসেন্ট ইউনিটের বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস পালন
রাঙামাটিতে রেড ক্রিসেন্ট ইউনিটের বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস পালন
ষ্টাফ রিপোর্টার :: (২৫ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) যেখানেই দুঃখ দুর্দশা সেখানেই রেড ক্রিসেন্ট। একমাত্র রেড ক্রিসেন্টই বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী মানবসেবা মূলক প্রতিষ্ঠান, বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দূর্দশা গ্রস্থ মানুষের সহায়তায় বিশ্ব ব্যাপী রেড ক্রিসেন্ট যে উদাহরণ সৃষ্টি করেছে তা অন্য সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।
রাঙামাটিতে ঘটে যাওয়া স্মরনকালের ভূমি ও পাহাড় ধস ও বিভিন্ন অগ্নিকান্ডে রাঙামাটি ইউনিটের স্বেচ্ছা সেবকেরা ক্ষতিগ্রস্থ পরিবার সমুহের প্রতি যে সেবা ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। রাঙামাটির জেলার যে কোন সংকটে রেড ক্রিসেন্ট তাৎক্ষনিক যে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন তা অন্যান্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। ভূমি ও পাহাড় ধসে নিহত লোকজনকে উদ্ধার, আহত লোকজনকে তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা সেবা,ক্ষতিগ্রস্ত লোকজকে মানবিক সহায়তা ও আশ্রয় কেন্দ্রে আশ্রয়গ্রহণকারী লোকজনকে খাবার সহায়তা প্রদানে নিরলস কাজ করার জন্য ইউনিটের যুব স্বেচ্ছাসেবক, কার্য নির্বাহী কমিটি, আজীবন সদস্য, ইউনিটের কর্মকর্তা, কর্মচারী সহ অন্যান্ন সেবাদানকারী প্রতিষ্ঠান সমুহকে তার ও ইউনিটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
৯ সেপ্টেম্বর জেলা ক্রিড়া সংস্থার হলরুমে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস-২০১৭ পালন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিটের সহসভাপতি সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধূরী ভূট্টোএ কথা গুলো বলেন।
রাঙামাটি ইউনিট প্রতি বছরের ন্যায় আজ ৯ সেপ্টেম্বর ২০১৭ নানা কর্মসূচীর মাধ্যমে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উদযাপন করে।
এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “ÒFirst Aid in every home in Asia PacificÓ “এশিয়া প্যাসিফিকের প্রতিটি ঘরে প্রাথমিক চিকিৎসা” । রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। সারা বিশ্ব ব্যাপী অবিরতভাবে এর মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পারিবারিক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবারের সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদানে দক্ষতা অর্জন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবস পালন করা হয়।
ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম রেজা এর সভাপতিত্বে ও ইউনিটের উপ-যুব প্রধান-২ রানা দে এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউনিট সেক্রেটারী এম.বখতেয়ার উদ্দিন, আজীবন সদস্য নিরুপম চাকমা, ইন্টু মনি তালুকদার, ইন্দ্র দত্ত তালুকদার, সফিকুর রহমান ও ইউনিট কর্মকর্তা আজরু উদ্দিন সাফ্দার প্রমূখ উপস্থিত ছিলেন।