সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সীমান্তে আবারো স্থলমাইন বিস্ফোরণ : আহত-৩
সীমান্তে আবারো স্থলমাইন বিস্ফোরণ : আহত-৩
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: রাখাইন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবারো ৩ জন আহত হয়েছে। রেজু আমতলি ও তুমব্রু সীমান্তে শনিবার রাত ২জন রোববার সকালে তুমব্রু পয়েন্টে ১জন আহত হয়েছে বলে জানিয়েছে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। আহত সকলেই পুরনো রোহিঙ্গা তিনি জানান।
চেয়ারম্যান আরো জানান, রোববার ভোরে তুমব্রু সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার ৩৭-৩৮নং পিলারের মধ্যস্থানে স্থলমাইন বিস্ফোরণের অন্য ঘটনাটি ঘটে। তুমব্রু সীমান্ত দিয়ে হাসান গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণে তার একটি পা উড়ে গেছে এবং চোখেও জখম হয়েছে জানা যায়। অপরদিকে আহত আবদুল করিম নামে এক রোহিঙ্গাকে চিকিৎসার জন্য উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে।
ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকার বাসিন্দা আবুল খায়েরের ছেলে মো. হাসান (৩২) সহ আতাউল্লাহ নামের অপর এক রোহিঙ্গা যুবকও আহত হন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করেন। বর্তমানে তারা উখিয়া কুতুপালং ইউএনএইচসিআর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগেও সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নারী ও তিনজন আহত হয়েছিলেন। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে সীমান্তের তারকাঁটা ঘেঁষে মিয়ানমার সরকারের বিপুল সংখ্যক স্থলমাইন ও বিস্ফোরক পুঁতে রাখার কড়া সমালোচনা করা হচ্ছে।
সীমান্তে দায়িত্বরত এক বিজিবি সদস্য পরিচয় গোপন রাখার শর্তে স্থলমাইন বিস্ফোরণে কথা স্বীকার করেছেন।