শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে বালাতি ত্রিপুরা হত্যার প্রতিবাদে হিলইউমেন্স ফেডারেশনের বিক্ষোভ
পানছড়িতে বালাতি ত্রিপুরা হত্যার প্রতিবাদে হিলইউমেন্স ফেডারেশনের বিক্ষোভ
পানছড়ি প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১২মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির ৭নং মরাটিলার পায়ংপাড়া এলাকার বালাতি ত্রিপুরা (৫৫) হত্যা কান্ডের প্রতিবাদে পার্বত্য চট্রগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেক ফ্রন্ট (ইউপিডিএফ) সর্মথিত হিলইউমেন্স ফেডারেশন এর উদ্যেগে বিক্ষোভ সমাবেশ আজ ১৫ সেপ্টেম্বর শুক্রবার পানছড়ি সরকারী কলেজ গেইটে অনুষ্টিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় সংগঠনটির সহ-সভাপতি দিতিয়া চাকমা‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখন, যুব ফোরামের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক জিতু ত্রিপুরা, যুব ফোরাম পানছড়ি কমিটির সাবেক সভাপতি রুপায়ন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি কলেজের সভাপতি জুয়েল চাকমা, এইচডাব্লিউএফ পানছড়ি শাখার সাধারণ সম্পাদক মেকি চাকমা ও পায়ং কার্বারী পাড়ার কার্বারী সাধন ত্রিপুরা প্রমূখ।
এ সময় বক্তাগন খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্থির দাবী জানান। অপর দিকে হত্যা কান্ডে নুরু ও তার বাবা আব্দুল করিম এবং মানিক এর নাম ব্যানারে লিখলেও অভিযুক্ত করিম মিয়া বৃধবার সন্ধ্যায় পানছড়ি আসে, নুরু মিয়া ১০দিন পূর্বেই পার্বত্য চট্রগ্রাম এলাকার বাহিরে অবস্থান করছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ১২ সেপ্টেম্বর দিনের যে কোন এক সময় বালাতি ত্রিপুরা খুন হয় এবং রাঁতে পুলিশ তার মরা দেহ বাঙ্গালী বসতি থেকে প্রায় ৪কিলোমিটার এবং ত্রিপুরার কাছের জঙ্গল থেকে উদ্ধার করে।