শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » বাউল সংগীত শিল্পী শ্রীকান্ত চৌধুরী রাঙ্গুনিয়াতে
বাউল সংগীত শিল্পী শ্রীকান্ত চৌধুরী রাঙ্গুনিয়াতে
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৫মি.) প্রখ্যাত বাউল সংগীত সুরকার শিল্পী শ্রীকান্ত চৌধুরী রাঙ্গুনিয়ার একজন কৃতি সন্তান। রাঙ্গুনিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড শান্তিনিকেতন গ্রামে তার জন্ম। পিতার নাম কাঞ্চন চৌধুরী, মাতা বেবী চৌধুরী। এক ভাই এক বোনের মধ্যে শ্রীকান্ত চৌধুরী বড়। দাম্পত্য জীবনে তার একটা মেয়ে আছে। শ্রীকান্ত চৌধুরীর মা হচ্ছেন তার গান শেখার প্রেরনা। তিনি বাউল সংগীত রাঙ্গুনিয়া পারুয়ার শিয়ালবুক্কা,পৌরসভা,উপজেলা সহ রাঙ্গুনিয়ার প্রত্যান্ত অঞ্চলে শিক্ষা দিয়ে যাচ্ছেন।
শ্রীকান্ত চৌধুরী বাংলাদেশ লালন চর্চা ও গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। রাঙ্গুনিয়ার বাউল শিল্পী শ্রীকান্ত চৌধুরী একজন উপস্থাপক,কন্ঠশিল্পী,লীলা কীর্তনীয় হিসেবে অতি সহজে জনপ্রিয়তা পেয়েছেন। শ্রীকান্ত চৌধুরী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে ১৫ সেপ্টেম্বর শুক্রবার জানান,অামার বাউল সংগীতে অাসা প্রায় অাট বছর। অামার পরিচালনাধীন সংগীত প্রতিষ্ঠান সপ্তসুর সাংস্কৃতিক একাডেমী কাজ করছেন। এই সপ্তসুর সাংস্কৃতিক একাডেমীর পরিচালক অামি নিজেই এবং শ্রী শ্রী হরে কৃষ্ণ যুব সংঘ সাংস্কৃতিক বিদ্যাপিঠ এর অধ্যক্ষ হিসেবে রয়েছি।
তিনি অারো জানান,বাউল সংগীত এছাড়াও নিরলসতায় ধর্মীয় গীতা শিক্ষা প্রচার ও প্রসারে গ্রাম থেকে গ্রামান্তরে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী এপার ওপার বাংলার জনপ্রিয় বাউল রথীন মিত্রের মাধ্যমে বাউল সংগীত শিখেছেন। তিনি প্রথম সংগীত জগতে এসেছেন পাঁর্শ্বনাথ সেনের মাধ্যমে। তারপর গিয়াস উদ্দীন অাহমদ কাজল,ফুলু দত্ত,ঝুলন দত্ত,রাতুল বৈদ্য ও চট্টগ্রামের বিবেক নাগ প্রমুখ। তিনি বাউল সংগীতের মাধ্যমে দর্শকের মনে অানন্দ ও প্রকৃত বাউল গানের রুপ তুলে ধরেছেন। সংগীত সুর অনেক সাধনার ফলে পাওয়া যায়। শ্রীকান্ত চৌধুরী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে অারো জানিয়েছেন যে,টাকার অভাবে যেন কোন গরীব ছেলেমেয়েরা সংগীত শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখছেন।