সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়াতে হাতির আক্রমণে রোহিঙ্গা পিতা-পুত্র নিহত
উখিয়াতে হাতির আক্রমণে রোহিঙ্গা পিতা-পুত্র নিহত
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৮.১৯মি.) কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় কুতুপালং নতুন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বন্য হাতির আক্রমণে রোহিঙ্গা পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে কুতুপালং মধুরছরা গুলশানপাহাড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
এসময় আরো কয়েকজন রোহিঙ্গা নারী আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলো, শামশুল আলম (৫৫) ও তার দু’বছর বয়সী ছেলে ছৈয়দুল আমিন। শামশুল আলম মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার ফকিরের ডেইল এলাকার নুরুল আলমের ছেলে। তারা সম্প্রতি বাংলাদেশে পালিয়ে আসে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের হাতির আক্রমণের ২ জন নিহতের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, সম্প্রতি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঝুপড়িতে হাতির পাল হানা দিলে পিতা-পুত্রের মৃত্যু হয়।
এ ঘটনায় আরো কয়েকজন নারী আহত হয়েছে বলে খবর পেয়েছি। যাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মধুরছরা গুলশানপাহাড় দুর্গম এলাকা। এবার আসা রোহিঙ্গারা দুর্গম পাহাড়েও ঝুপড়ি তুলে বাস করছে, যা হাতির নিয়মিত বিচরণ ক্ষেত্র। নিহতদের স্থানীয় ভাবে দাফন করা হয়েছে বলেও তিনি জানান।