সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » নগদ সহায়তা পেল ৫০২ রোহিঙ্গা পরিবার
নগদ সহায়তা পেল ৫০২ রোহিঙ্গা পরিবার
সোহেল রানা, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে :: (৩ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৮) মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের শিকার বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিপন্ন জীবনের করুন পরিস্থিতি নিয়ে ফেসবুকে আর্থিক সহায়তার আর্তি জানিয়ে পোষ্ট দেন ইত্যাদি খ্যাত সমাজকর্মী মামুন বিশ্বাস।
এরপর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫ লাখ ৭ হাজার টাকা সংগ্রহ হয়। আজ ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে ৫০২ জন অসহায় রোহিঙ্গা পরিবারের মধ্যে নদগ ১হাজার করে অর্থ বিতরণ করেন সাংবাদিক মামুন বিশ্বাস। এছাড়া রোহিঙ্গাদের জন্য নামাজ ঘর তৈরীর করতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন তিনি।
এসময় দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডট কম এর প্রকাশক সোহেল রানা, উখিয়া নিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান সবুজ, জুনিয়র রিপোর্টার রকিবুল হাসান মুন্না, স্থানীয় সমাজ সেবক আব্দুল হক চৌধুরী ও এশিয়ান টিভির সাংবাদিক রফিক মোল্লা উপস্থিত ছিলেন।
এদিকে রোহিঙ্গাদের নদগ অর্থ সহায়তার জন্য সিরাজগঞ্জে শাহজাদপুরে সমাজকর্মী মামুন বিশ্বাস শুক্রবার রাতে কক্সবাজারের উদ্যোশে রওনা দিয়ে শনিবার সকালের দিকে পৌছায়। এরপর উখিয়া উপজেলার কুতুবপালং ও পশ্চিম লম্বাশিয়ার বিভিন্ন টিলা ও দুর্গম অঞ্চলে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছে গিয়ে তাদের খোজ খবর নেন।
এরপর রবিবার সকাল থেকে রোহিঙ্গাদের হাতে হাতে টোকেন সরবরাহ করা হয়। আজ সোমবার সকালে রোহিঙ্গা পরিবারের মাঝে নদগ অর্থ বিতরণ করা হয়। এসময় বিপর্যস্ত রোহিঙ্গরা নগদ অর্থ পেয়ে উদ্যোক্তা মামুন বিশ্বাসসহ দেশ-বিদেশের ফেসবুক বন্ধুদের জন্য মহান আল্লাহুর নিকট দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।