সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে সুন্দরবনের ৫০০ পিচ গাছ জব্দ
পটুয়াখালীতে সুন্দরবনের ৫০০ পিচ গাছ জব্দ
হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৯.৩৭) পটুয়াখালীর গলাচিপায় সুন্দরবনের প্রায় ৫০০পিচ ক্যারপা ও গড়ান (গাটিয়া) চারাগাছ জব্দ করেছে বনবিভাগ। ১৮ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলার ছোট গাবুয়া গ্রাম থেকে গাছগুলো জব্দ করা হয়।
গাছগুলো বন বিভাগ জব্দ তালিকা করে তাদের হেফাজতে নেয়ার সময় অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি বলে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিট অফিসার শাহআলম মিয়া জানিয়েছেন।
এ ব্যাপারে গলাচিপা থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্র জানায়, রবিবার গভীর রাতে গাছগুলো পিরোজপুরের ইন্দ্রারহাট থেকে ট্রলার যোগে হালিম খা, শানু খা, সাদ্দাম খা, রহমান গাজী ও রেজাউল গাজী গলাচিপাা গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামে নিয়ে আসে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়। গাছগুলো পানের বরজের খুঁটি হিসেবে ব্যবহার করার জন্য আনা হয়।
এ ব্যাপারে বন বিভাগের সহকারী বিট অফিসার মো. সেলিম মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ইন্দ্রারহাট থেকে যে ট্রলি গাড়িতে গাছগুলো আনা হয়েছে জব্দ করার সময় গাছের সাথে একটি রশিদ পাওয়া গেছে। রশিদে শানু খার ছেলে সাদ্দাম খা নাম লেখা রয়েছে।
গলাচিপা থানার এসআই নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে বন বিভাগের ২জন কর্মকর্তা ছিলেন।