সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মহাসমাবেশ
রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মহাসমাবেশ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় রাত ১০.০৭) মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলিম নারী-পুরুষ ও শিশুদের উপর মর্মান্তিক অত্যাচার এবং জঙ্গীবাদ ও মাদকের প্রতিবাদে গাজীপুরে ১৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের জনতার উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
গাজীপুর ইত্তেহাদুল মাদারিসিল কওমীয়্যাহর সভাপতি আল্লামা আশেখে মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মুফতী মিজানুর রহমান সাঈদ, আল্লামা শাইখ সাজিদুর রহমান, মুফতী নেয়ামাতুল্লাহ আল-ফরিদী, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান চৌধুরী, মুফতী কেফায়েতুল্লাহ আল আজহারী, মাওলানা হাবীবুর রহমান মিয়াজী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুনীর আহমাদ খান ও মুফতী জুলফিকার হায়দার প্রমূখ।
সমাবেশে জেলার বিভিন্ন এলাকা হতে ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ মিছিল সহকারে বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড নিয়ে দুপুর হতে অংশ নেয়।
সমাবেশে বক্তারা রোহিঙ্গাদের মৌলিক অধিকার রক্ষা করে তাদের নাগরিকত্ব দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের কাছে দাবী জানান। বক্তারা মায়ানমার সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম নারী-পুরুষ ও শিশুদের উপর নির্যাতন ও হত্যার দায়ে বিচার এবং শাস্তির দাবী জানান।