সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত
মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় রাত ১০.৪৩) খাগড়াছড়িতে মটর সাইকেল চালক রবিউল আওয়ালকে হত্যা ও পার্বত্য জেলা পরিষদের অনিয়ম দূর্নীতি ও চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও সুষম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বানে আজ ১৮ সেপ্টেম্বর সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
হরতালে দূর পাল্লার ও জেলা সদরে কোনো প্রকার যানবাহন চলাচল করে নাই। দোকান-পাট বন্ধ ছিল। শহরে পিকেটাররা চেঙ্গী স্কয়ারমোড় পিকেটাররা হরতালের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আজকের হরতালের পরে একই কমিটি ৩দিনের অবরোধ কর্মসূচীও পালন করবে বলে জানিয়েছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩দিন সড়ক অবরোধ কর্মসূচী রয়েছে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।