মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » ময়মনসিংহে কলসিন্দুরের ফুটবলকন্যাদের সংবর্ধনা
ময়মনসিংহে কলসিন্দুরের ফুটবলকন্যাদের সংবর্ধনা
ময়মনসিংহ অফিস ::(৪ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৯মি.) বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশের ফুটবল অঙ্গণে সাফল্যের পরিচয় দেওয়ায় ময়মনসিংহে কলসিন্দুরের ফুটবলকন্যা হিসেবে খ্যাত মেয়েদের সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দুপুরের দিকে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।
ফুটবল কন্যাদের সংবর্ধনা ও তাদেরকে সাথে নিয়ে ফটোসেশন, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করান ময়মনসিংহ জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. খলিলুর রহমান।
এসময় স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নিভৃত পল্লী কলসিন্ধুর। সেই পল্লীর মেয়েরা ফুটবল খেলায় তাদের প্রতিভাগুণে বর্তমানে পৃথিবীব্যাপী প্রসংশিত।