মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামাতে শুমারী জরিপ কমিটির সভা
লামাতে শুমারী জরিপ কমিটির সভা
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১৯মি.) লামা উপজেলা শুমারী জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়। জম্মের পর থেকে লামা উপজেলায় পরিসংখ্যান বিভাগের কোন কার্যক্রম নজরে আসেনি জনপ্রতিনিধিদের দাবী। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনকারীদের আগ্রাসনে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নষ্ট হয়ে চলাচলে স্থানীয়রা জন দুর্ভোগ পোহাচ্ছেন বলে মাসিক সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।
অাজ মঙ্গলবার পরিস্যংখান ব্যুরোর আওতাধীন ‘ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প’ এর ২য় পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলাসহ মোট ২৫টি জেলায় খানা তথ্যভান্ডার শুমারির চুড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
আগামী ৭-২৬ নভেম্বর-২০১৭ তারিখ পর্যন্ত সময়ে এ কার্যক্রম পরিচালনা করার কর্মপরিকল্পনা রয়েছে। শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী ১৫ থেকে ২৫ সেপ্টেম্বর-এর মধ্যে উপজেলা শুমারি জরিপ কমিটির সভার আয়োজন করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
উপজেলা শুমারি জরিপ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি সহকারী কমিশনার সায়েদ ইকবাল, ভাইস চেয়ারম্যান আবু তাহের, শরাবান তহুরা, উপজেলা স্বা:প:প: কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, জম্মের পর থেকে লামায় পরিসংখ্যান বিভাগের কার্যক্রম নজরে আসেনি।
এসময় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন, উপজেলা নির্বাহী অফিসার।
মাসিক সাধারণ সভায় বক্তারা উপজেলা ব্যাপি বিভিন্ন ছড়া-খালের পয়েন্ট থেকে বালু উত্তোলনের বিরুদ্ধাচারণ করে বক্তব্যদেন। মাসিক সভায় ক্ষোভ প্রকাশ করে জনপ্রতিনিধিরা বলেন, সাম্প্রতিক সময়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের ফলে উপজেলার ফাঁসিয়াখালী, সরই, ফাইতং, আজিজ নগর ও গজালিয়ায় অনেকগুলো সড়ক ভেঙ্গে গেছে। বালু উত্তোলনের ফলে সড়ক নষ্ট হয়ে চলাচলে জনদুর্ভোগ বেড়েছে।
অপরদিকে কিছু কিছু স্থানে খালের ভাঙ্গন ও ব্রিজ কালভার্ট ধসে পড়ার উপক্রম দেখা দিয়েছে। লোহাগাড়া, চকরিয়া-ডুলহাজারা, পেকুয়া কেন্দ্রিক একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে লামা উপজেলার বিভিন্ন ছড়া-শাখা নদী ও খাল থেকে বালু উত্তোলন করে আসছে বলে জনপ্রতিনিধিরা অভিযোগ করেন।
এ ব্যপারে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার আশ্বাসদেন উপজেলা প্রশাসন।