বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » পরিস্থিতি নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করবে সেনাবাহিনী : ওবায়দুল কাদের
পরিস্থিতি নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করবে সেনাবাহিনী : ওবায়দুল কাদের
উখিয়া প্রতিনিধি :: (৬ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩৩ম.) রাখাইনে নির্যাতন ও নিপীড়নের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে। তাই, রোহিঙ্গা শরণাথীদের মধ্যে ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ সেপ্টেম্বর শুক্রবার থেকে সেনাবাহিনী পুরোদমে কাজ শুরু করবে। দ্বিতীয় দফায় ১০৭ মেট্রিক টন ভারতীয় ত্রাণ বিতরণের সময় এসব তথ্য জানান ওবায়দুল সড়ক ও সেতু মন্ত্রী কাদের। এসময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘিরে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সজাগ রয়েছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের অবস্থান এখনো পরিস্কার নয়।
এসময় ভারতীয় হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা অরুন্ধতি রায়, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সহ কক্সবাজার জেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।