বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটায় সবুজ উপকুল উৎসব সম্পন্ন
কুয়াকাটায় সবুজ উপকুল উৎসব সম্পন্ন
পটুয়াখালী প্রতিনিধি :: (৬ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৩মি.) কুয়াকাটায় অনুষ্ঠিত হলো সবুজ উপকূল উৎসব ২০১৭। বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিচ জাহান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। এর আগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখার ব্যবস্থাপক কামাল উদ্দিন, কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র মো. পান্না মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশীদ, নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কামরুজ্জামান, সহকারী শিক্ষক মো. নিজামউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপকূল বন্ধু সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্র ইমরান হোসেন। পরিবেশ পর্যবেক্ষণ সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করেন সানজিদা পাশারী মুক্তা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আশপাশের পরিবেশ বিষয়ক লেখা নিয়ে একটি দেয়াল পত্রিকা (বেলাভূমি) প্রকাশ করেন। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক রচনা, পত্রলিখন, চিত্রাঙ্কন ও সংবাদ লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। রোপন করা হয় বৃক্ষচারা।
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় উপকূল বাংলাদেশ এর বাস্তবায়নে ‘এসো সবুজের আহ্বানে গড়ি সবুজ উপকূল, স্লোগানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গবন্ধু স্কুলের শিক্ষার্থীরা উৎসবে মেতে ওঠে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবুজ উপকূল উৎসবের সমাপ্তি ঘটে।