বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় গৃহবধু ফাতেমা বেগমকে অপহরণের ঘটনায় ইউপিডিএফ কর্মী মানিক ত্রিপুরাকে আটক
মাটিরাঙ্গায় গৃহবধু ফাতেমা বেগমকে অপহরণের ঘটনায় ইউপিডিএফ কর্মী মানিক ত্রিপুরাকে আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মি.) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বামীর উপস্থিতিতে যাত্রীবাহী বাস থেকে স্ত্রী অপহরণের ঘটনায় অপহরণের সাথে জড়িত সন্দেহে রুবেল ত্রিপুরা প্রকাশ মানিক ত্রিপুরা (২৩) কে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
নিরপত্তাবাহিনীর হাতে আটক রুবেল ত্রিপুরা প্রকাশ মানিক ত্রিপুরা মাটিরাঙ্গার তপ্তমাষ্টারপাড়ার বাসিন্দা নগরবাশী ত্রিপুরার ছেলে। এবং ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের কর্মী।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাাসাবাদে গৃহবধু ফাতেমা বেগমকে অপহরনের কথা স্বীকার করেছে।
এদিকে সন্ধ্যার দিকে অপহরণের ঘটনায় অপহরনের সাথে জড়িত সন্দেহে রুবেল ত্রিপুরা প্রকাশ মানিক ত্রিপুরা (২৩) কে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদ হোসেন টিটো।
প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর (শুক্রবার) ঈদের ছুটি শেষে স্বামীসহ একটি যাত্রীবাহি বাসে চট্টগ্রাম যাবার পথে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় পৌঁছলে পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ১০/১২ জন নারীসহ ৪ জন পুরুষ কর্মী বাসের গতিরোধ করে এবং বাস (বিছমিল্লাহ পরিবহন) থেকে স্বামীর পাশে বসে থাকা স্ত্রীকে তুলে নিয়ে যায়।