শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ২ মামলায় নেতার ১১ মাসের সাজা ৪ লাখ টাকা জরিমানা
২ মামলায় নেতার ১১ মাসের সাজা ৪ লাখ টাকা জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫১মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের (যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের) অন্যতম নেতা ও দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিনের বিরুদ্ধে দুটি মামলায় ১১ মাসের (৮মাস ও ৩ মাস) বিনাশ্রম কারাদন্ড (সাজা) ও আর্থিক জরিমানার আদেশ প্রদান করেছেন আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালত, সিলেট-এ দায়ের করা দুটি মামলায় এন.আই এ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক পৃথক রায় ঘোষণা করেন বিচারগণ।
ওসমানীনগর থানার রঙ্গিঁয়া গ্রামের মৃত শেখ আজহার আলীর পুত্র শেখ মো. আবদুর রউফ বাদী হয়ে ফখরুল ইসলাম মতছিনের বিরুদ্ধে ১ লাখ ৫০ হাজার টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেন। মামলা নং ওসমানীনগর সি.আর ৫২/২০১৭ইংরেজী।
এ মামলায় সিলেটের অতিরিক্ত আদালতের যুগ্ম দায়রা জজ ‘ফারহানা ইয়াছমিন’ গত ১৩ আগস্ট এন.আই এ্যাক্টের ১৩৮ ধারায় ফখরুল ইসলাম মতছিনকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড (সাজা) ও নালিশী চেকে বর্ণিত টাকার দ্বিগুন (৩ লাখ) টাকা জরিমানা (অর্থদন্ড) করে রায় ঘোষণা করেন।
শেখ মো. আবদুর রউফ বাদী হয়ে ফখরুল ইসলাম মতছিনের বিরুদ্ধে ১ লাখ টাকার চেক ডিজঅনার আরেকটি মামলা দায়ের করেন। সে মামলা নং ওসমানীনগর সি.আর ২৫/২০১৭ইংরেজী।
এ মামলায় সিলেটের ৩য় আদালতের যুগ্ম দায়রা জজ ‘মো. সাহেদুল করিম’ গত ২১ আগস্ট এন.আই এ্যাক্টের ১৩৮ ধারায় ফখরুল ইসলাম মতছিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড (সাজা) ও নালিশী চেকে বর্ণিত টাকার দ্বিগুন (৩ লাখ) টাকা জরিমানা (অর্থদন্ড) করে রায় ঘোষণা করেন।
লিখিত অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে মামলা দুটির বাদী শেখ মো. আবদুর রউফ’র কাছ থেকে দুবারে ঋন হিসেব ফখরুল ইসলাম মতছিন ১ লাখ ৫০ হাজার টাকা ও ১ লাখ টাকা নেন। পরবর্তিতে ঋন নেওয়া বাদীর টাকা বাদীকে ফেরৎ দেওয়ার জন্য দুটি চেত প্রদান করেন। এর একটি বিশ্বনাথ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (চেক নং এসবি/এ ৪৬৯৭৫৫৯)’র ও অপরটি ব্র্যাক ব্যাংক লিমিটেড, সিলেট (চেক নং এসবি/সি ৫৮৩৪১১১)’র। কিšুÍ নির্দিস্ট তারিখের পর আরোও দুটি তারিখে চেক দুটি ফেরৎ আসে বিবাদীর একাউন্টে যথেস্ট পরিমাণ টাকা নেই মন্তব্য সহকারে ডিজঅনার হয়।
অপর্যাপ্ত তহবিলের কারণে চেক দুটি ডিজঅনার হওয়ার পর বাদী একাধিকবার আসামী ফখরুল ইসলাম মতছিনের সাথে যোগাযোগ করিলে কোন সদুত্তর পাননি। এর পর বাদী নিজের নিযুক্ত আইনজীবির মাধ্যমে ২/০১/২০১৭ইং ও ১৬/০১/২০১৭ইং এ/ডি’সহ রেজিষ্ট্রার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন ১ লাখ টাকা ও ১ লাখ ৫০ হাজার টাকা ফেরৎ দেওয়ার জন্য আসামী ফখরুল ইসলাম মতছিনকে অনুরোধ করেন। তাতেও বাদীর সাথে আসামী কোন যোগাযোগ করে নাই কিংবা পাওনা টাকা পরিশোধ করেনি। আসামী বাদীর টাকা আতসাৎ করার উদ্দেশ্য তার (আসামী) একাউন্টে পর্যাপ্ত পরিমান টাকা না রেখে বাদীকে চেক প্রদান করায় এন.আই এ্যাক্টের ১৩৮ ধারায় বাদী শেখ মো. আবদুর রউফ আদালতে আসামী ফখরুল ইসলাম মতছিনের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।